ভুলবশত RCB-র জিতেশকে ‘ম্যানকাড’ করলেন LSG-র দিগ্বেশ রাঠি ! তীব্র বিতর্কে উত্তাল স্টেডিয়াম, ভাইরাল হল বিরাট কোহলির প্রতিক্রিয়া

Last Updated:
Digvesh Rathi Wrongly Mankads Jitesh: আইপিএলের ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি ‘ম্যানকাড’ করলেন আরসিবির জিতেশ শর্মাকে।
1/5
মঙ্গলবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়াম যেন সাক্ষী রইল এক নাটকের। আইপিএলের ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি ‘ম্যানকাড’ করলেন আরসিবির জিতেশ শর্মাকে। এদিন জিতেশ এবং ময়াঙ্ক আগরওয়ালের দুর্ধর্ষ এক পার্টনারশিপ উপহার পেয়েছেন দর্শকরা। (Photo: X)
মঙ্গলবার লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়াম যেন সাক্ষী রইল এক নাটকের। আইপিএলের ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি ‘ম্যানকাড’ করলেন আরসিবির জিতেশ শর্মাকে। এদিন জিতেশ এবং ময়াঙ্ক আগরওয়ালের দুর্ধর্ষ এক পার্টনারশিপ উপহার পেয়েছেন দর্শকরা। (Photo: X)
advertisement
2/5
যদিও ম্যানকাডের সিদ্ধান্তটা থার্ড আম্পায়ারের উপরেই বর্তায়। সেখান থেকে জানানো হয় যে, নন-স্ট্রাইকারকে আউট করার ক্ষেত্রে বোলার নিজের অ্যাকশন সম্পন্ন করে ফেলেছিলেন। যদিও নিয়ম অনুযায়ী, নিজের অ্যাকশন বা বোলিংয়ের মাঝপথেই শুধুমাত্র ম্যানকাড করতে পারেন একজন বোলার। (Photo: X)
যদিও ম্যানকাডের সিদ্ধান্তটা থার্ড আম্পায়ারের উপরেই বর্তায়। সেখান থেকে জানানো হয় যে, নন-স্ট্রাইকারকে আউট করার ক্ষেত্রে বোলার নিজের অ্যাকশন সম্পন্ন করে ফেলেছিলেন। যদিও নিয়ম অনুযায়ী, নিজের অ্যাকশন বা বোলিংয়ের মাঝপথেই শুধুমাত্র ম্যানকাড করতে পারেন একজন বোলার। (Photo: X)
advertisement
3/5
মাঠে এহেন নাটকীয়তা দেখে স্বাভাবিক ভাবেই বিরক্ত হয়েছেন বিরাট কোহলি। আর সেই বিরক্তি তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল। আসলে প্রতিবার যখন ম্যানকাডের প্রসঙ্গ ওঠে, তখন তীব্র বিতর্ক কিংবা আলোচনা হতে থাকে। যেমন - আইপিএল-এ আগের বছরগুলিতে পঞ্জাব কিংসের হয়ে খেলতেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ম্যানকাড করে দিয়েছিলেন। (Photo: X)
মাঠে এহেন নাটকীয়তা দেখে স্বাভাবিক ভাবেই বিরক্ত হয়েছেন বিরাট কোহলি। আর সেই বিরক্তি তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল। আসলে প্রতিবার যখন ম্যানকাডের প্রসঙ্গ ওঠে, তখন তীব্র বিতর্ক কিংবা আলোচনা হতে থাকে। যেমন - আইপিএল-এ আগের বছরগুলিতে পঞ্জাব কিংসের হয়ে খেলতেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ম্যানকাড করে দিয়েছিলেন। (Photo: X)
advertisement
4/5
একজন বোলার যখন বল করতে শুরু করেন, তখন বোলারের বল নিক্ষেপ করার সময় পর্যন্ত যে কোনও সময় যদি নন-স্ট্রাইকার তাঁর জায়গার বাইরে চলে যান, তাহলে বোলার তাঁকে রান আউট করার চেষ্টা করলে নন-স্ট্রাইকার রান আউট হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে নন-স্ট্রাইকার যদি নিজের জায়গার বাইরে বেরিয়ে থাকেন এবং বোলার উইকেটে বল ছুঁড়ে মারেন, তাহলে বলটি পরে ডেলিভারি হোক বা না হোক, নন-স্ট্রাইকার রান আউট হয়ে যাবেন। (Photo: X)
একজন বোলার যখন বল করতে শুরু করেন, তখন বোলারের বল নিক্ষেপ করার সময় পর্যন্ত যে কোনও সময় যদি নন-স্ট্রাইকার তাঁর জায়গার বাইরে চলে যান, তাহলে বোলার তাঁকে রান আউট করার চেষ্টা করলে নন-স্ট্রাইকার রান আউট হয়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে নন-স্ট্রাইকার যদি নিজের জায়গার বাইরে বেরিয়ে থাকেন এবং বোলার উইকেটে বল ছুঁড়ে মারেন, তাহলে বলটি পরে ডেলিভারি হোক বা না হোক, নন-স্ট্রাইকার রান আউট হয়ে যাবেন। (Photo: X)
advertisement
5/5
এই ম্যাচের ক্ষেত্রে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জয়ের পথে এগিয়ে গিয়েছে। কারণ জিতেশ শর্মা দুরন্ত এক ইনিংস খেলে ছয় উইকেটে দলের জয় নিশ্চিত করেন। আর কোয়ালিফায়ার ১-এ আরসিবি-র জায়গাও পাকা হয়ে যায়। শুধু তা-ই নয়, এই জয়ের ফলে পঞ্জাব কিংসের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরসিবি। মাত্র ৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত থেকে যান জিতেশ। তাঁর পাশাপাশি বিরাট কোহলি করেন ৫৪ রান এবং ময়াঙ্ক আগরওয়াল হাঁকিয়েছেন ৪১ রান। এর ফলে ৮ বল বাকি থাকতেই ২২৮ রান অনায়াসে তুলে জয় হাসিল করে নেয় আরসিবি। (Photo: X)
এই ম্যাচের ক্ষেত্রে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জয়ের পথে এগিয়ে গিয়েছে। কারণ জিতেশ শর্মা দুরন্ত এক ইনিংস খেলে ছয় উইকেটে দলের জয় নিশ্চিত করেন। আর কোয়ালিফায়ার ১-এ আরসিবি-র জায়গাও পাকা হয়ে যায়। শুধু তা-ই নয়, এই জয়ের ফলে পঞ্জাব কিংসের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরসিবি। মাত্র ৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত থেকে যান জিতেশ। তাঁর পাশাপাশি বিরাট কোহলি করেন ৫৪ রান এবং ময়াঙ্ক আগরওয়াল হাঁকিয়েছেন ৪১ রান। এর ফলে ৮ বল বাকি থাকতেই ২২৮ রান অনায়াসে তুলে জয় হাসিল করে নেয় আরসিবি। (Photo: X)
advertisement
advertisement
advertisement