হোম » ছবি » খেলা » ফটোগ্যালারি: গোলাপি টেস্টের জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

  • Bangla Editor

  • 16

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

    গুজরাত বাসীর অবেশেষ স্বপ্নপূরণ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম ওরফে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ বদলে গিয়েছে মোতেরা৷ একেবারে নয়া অবতারে সে হাজির হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি৷ ইন্ডিয়া-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷

    MORE
    GALLERIES

  • 26

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

    মোতেরা দেখবে দিন-রাতের গোলাপি বলের টেস্ট৷ মেলবোর্নের পর মোতেরাই এখন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম৷ মেলবোর্নে ৯২ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা দেখতে পারেন৷ মোতেরার দর্শক আসন ১ লক্ষ ১০ হাজার!

    MORE
    GALLERIES

  • 36

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

    মোতেরার কার পার্কিং লটে এক সঙ্গে ৩০০০ চারচাকা ও ১০ হাজার দু'চাকা রাখা যাবে৷ ১০ ফুট বাই ২০ ফুটের জোড়া জায়ান্ট এলইডি জায়ান্ট স্ক্রিন থাকছে দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার জন্য৷

    MORE
    GALLERIES

  • 46

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর


    মোতেরার ক্লাব হাউসও চমকে দেওয়ার মতো৷ পাঁচতলা ক্লাব হাউসে ৫৫টি দুরন্ত সুবিধাযুক্ত ঘর রয়েছে৷ ব্যাডমিন্টন, কাবাডি, বক্সিং, টেবিল টেনিস, বাস্কেটবল খেলার পাশাপাশি এখানে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা৷ আছে জিম ও রেস্তোরাঁ৷

    MORE
    GALLERIES

  • 56

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

    একটি তিনতলা ভিআইপি লাউঞ্জ রয়েছে মোতেরায়৷ যেখানে ৭৫টি বিশেষ ঘর রয়েছে৷ ক্রিকেটের জন্য রয়েছে আলাদা তলা৷ যার মধ্যে চারটি ঘর আছে পোশাক পরিবর্তনের জন্যই৷ এছাড়াও টিমমিটিং ও কোচের ঘর আলাদা ভাবে করা হয়েছে৷ চিয়ারলিডার ও মিডিয়ার জন্যও বরাদ্দ রয়েছে আলাদা আলাদা ঘর৷ থাকছে ফুড কোর্ট৷

    MORE
    GALLERIES

  • 66

    গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর

    স্টেডিয়ামের ঠিক ধারেই আলাদা করে ধারাভাষ্যকারদের জন্য ঘর তৈরি করা হয়েছে৷ মোতেরার পিচ তৈরি হয়েছে বিশেষ অস্ট্রেলিয়ান চারা দিয়ে৷ এখানে অনান্য স্টেডিয়ামের মতো আলাদা করে কোনও আলোর পোল নেই৷ একেবারে 'স্টেট-অফ-দ্য-আর্ট টেকনোলজি', স্টেডিয়ামের ছাদ থেকে জ্বলবে ৫৮০টি এলইডি আলো৷ ১০০ সিসিটিভি ও অত্যন্ত দামি ২০০টি স্পিকার বসানো হয়েছে স্টেডিয়ামে৷ এক তলায় রয়েছে রিসেপশন ও হল ঘর৷ দোতলায় প্লেয়ার ফেসিলিটি ফ্লোর৷

    MORE
    GALLERIES