গোলাপি টেস্টের জন্য প্রস্তুত নয়া মোতেরা, ছবিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ট্যুর
- Published by:Subhapam Saha
- news18 bangla
Last Updated:
গুজরাত বাসীর অবেশেষ স্বপ্নপূরণ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম ওরফে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ বদলে গিয়েছে মোতেরা৷ একেবারে নয়া অবতারে সে হাজির হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি৷
গুজরাত বাসীর অবেশেষ স্বপ্নপূরণ৷ আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম ওরফে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম পুনর্নির্মাণের পর এখন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম৷ বদলে গিয়েছে মোতেরা৷ একেবারে নয়া অবতারে সে হাজির হচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি৷ ইন্ডিয়া-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
স্টেডিয়ামের ঠিক ধারেই আলাদা করে ধারাভাষ্যকারদের জন্য ঘর তৈরি করা হয়েছে৷ মোতেরার পিচ তৈরি হয়েছে বিশেষ অস্ট্রেলিয়ান চারা দিয়ে৷ এখানে অনান্য স্টেডিয়ামের মতো আলাদা করে কোনও আলোর পোল নেই৷ একেবারে 'স্টেট-অফ-দ্য-আর্ট টেকনোলজি', স্টেডিয়ামের ছাদ থেকে জ্বলবে ৫৮০টি এলইডি আলো৷ ১০০ সিসিটিভি ও অত্যন্ত দামি ২০০টি স্পিকার বসানো হয়েছে স্টেডিয়ামে৷ এক তলায় রয়েছে রিসেপশন ও হল ঘর৷ দোতলায় প্লেয়ার ফেসিলিটি ফ্লোর৷