বিজনেস টাইকুন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর। এক অঙ্গে অনেক রূপ ললিত মোদির। যেমন প্রতিভা, তেমন টাকার জোর তাঁর। সুস্মিতা সেনের বয়ফ্রেন্ড থাকেন আসলে রাজার মতোই।
2/ 6
২০১০ থেকেই লন্ডনে থাকেন ললিত মোদি। আইপিএলে তাঁরই মস্তিষ্কপ্রসূত। তবে সেই তাঁকেই বিসিসিআই নির্বাসিত করে ২০১৩ সালে। তার পর থেকে তিনি ক্রিকেটের বাইরে।
3/ 6
লন্ডনের সব থেকে অভিজাত এলাকা স্লোয়েন স্ট্রিটে পাঁচতলা বাড়িতে থাকেন ললিত মোদি। বাড়িটি তিনি লিজে নিয়েছেন। প্রতি মাসে তাঁকে দিতে হয় প্রায় ১২ লাখ টাকা।
4/ 6
৭ হাজার স্কোয়ার ফিট-এর বাড়ি। ১৪টা ঘর, ৭টা বাথরুম, দুটো গেস্ট রুম, চারটি রিসেপশম রুম ও ইনবিল্ট লিফ্ট রয়েছে বাড়িতে।
5/ 6
২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ললিত মোদির স্ত্রী মিনল মোদি প্রয়াত হন। তার পর থেকে মেয়ে আলিয়া ও ছেলে রুচিরের সঙ্গে লন্ডনের বাড়িতে থাকেন ললিত মোদি।
6/ 6
বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, মোদি এন্টারপ্রাইজের বাজারে এখনও মূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা। ফলে ললিত মোদি কিন্তু রাজার হালেই আছেন।