Lalit Modi: ললিত মোদির কন্যা সুন্দরী আলিয়া রূপে টেক্কা দিতে পারেন তাঁর হতে পারে ‘সৎমা’ সুস্মিতা, ভাইরাল ফটো

Last Updated:
আলিয়ার একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় আগেও এসেছে৷ 
1/6
#মুম্বই: আইপিএলের প্রাক্তন অধ্যক্ষ ললিত মোদি এখন শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন , কারণ অবশ্য কোনও ব্যবসায়িক ডিল বা দেশ থেকে পালিয়ে যাওয়া নিয়ে নয়, নতুন গার্লফ্রেন্ডের জন্য৷ Photo Courtesy- Instagram
#মুম্বই: আইপিএলের প্রাক্তন অধ্যক্ষ ললিত মোদি এখন শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন , কারণ অবশ্য কোনও ব্যবসায়িক ডিল বা দেশ থেকে পালিয়ে যাওয়া নিয়ে নয়, নতুন গার্লফ্রেন্ডের জন্য৷ Photo Courtesy- Instagram
advertisement
2/6
তিনি এখন সুস্মিতা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন৷ ১৪ জুলাই ললিত মোদি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেছেন৷ এদিকে সুস্মিতার মতো সুন্দরী কি করে ললিত মোদির সঙ্গে থাকবেন এই নিয়ে অনেক গুঞ্জন চলছে৷ কিন্তু জানেন কি ললিত মোদির মেয়েও তাবড়  সুন্দরী৷ আলিয়া মোদি তাঁর নাম৷ Photo Courtesy- Instagram
তিনি এখন সুস্মিতা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন৷ ১৪ জুলাই ললিত মোদি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেছেন৷ এদিকে সুস্মিতার মতো সুন্দরী কি করে ললিত মোদির সঙ্গে থাকবেন এই নিয়ে অনেক গুঞ্জন চলছে৷ কিন্তু জানেন কি ললিত মোদির মেয়েও তাবড়  সুন্দরী৷ আলিয়া মোদি তাঁর নাম৷ Photo Courtesy- Instagram
advertisement
3/6
আলিয়া মোদির লেটেস্ট ছবি এখন জমিয়ে ভাইরাল হচ্ছে৷ আলিয়া মোদি মাল্টি কালার লেহেঙ্গা পরেছিলেন৷ Photo Courtesy- Instagram
আলিয়া মোদির লেটেস্ট ছবি এখন জমিয়ে ভাইরাল হচ্ছে৷ আলিয়া মোদি মাল্টি কালার লেহেঙ্গা পরেছিলেন৷ Photo Courtesy- Instagram
advertisement
4/6
আলিয়ার একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় আগেও এসেছে৷ Photo Courtesy- Instagram
আলিয়ার একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় আগেও এসেছে৷ Photo Courtesy- Instagram
advertisement
5/6
কিন্তু কখনই তা এই ছবিটার মতো ভাইরাল হয়নি৷ আসলে ললিত মোদি-র নতুন প্রেম কাহিনীর পর মানুষজন তাঁর পুরো পারিবারিক ইতিহাস খুঁজে দেখতে শুরু করেছেন৷ Photo Courtesy- Instagram
কিন্তু কখনই তা এই ছবিটার মতো ভাইরাল হয়নি৷ আসলে ললিত মোদি-র নতুন প্রেম কাহিনীর পর মানুষজন তাঁর পুরো পারিবারিক ইতিহাস খুঁজে দেখতে শুরু করেছেন৷ Photo Courtesy- Instagram
advertisement
6/6
আর সেখান থেকেই আলিয়ার সৌন্দর্য্যেরও লোকে দিওয়ানা হয়ে গেছে৷ Photo Courtesy- Instagram
আর সেখান থেকেই আলিয়ার সৌন্দর্য্যেরও লোকে দিওয়ানা হয়ে গেছে৷ Photo Courtesy- Instagram
advertisement
advertisement
advertisement