#নয়াদিল্লি : বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জয় নিখাত জরিনের (Nikhat Zareen), শুনতে যতটা মধুর ততটা মধুর ছিল এই পর্যন্ত পৌঁছনোর পথ৷ ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বক্সিং ফেডারেশন সিলেকশন ট্রায়াল বাতিল করে দিয়েছিল৷ দ্য বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দাবি করেছিল মেরি কম ভারতের জন্য সবচেয়ে ভাল পদকের দাবিদার তাই তাঁকে পাঠানো হবে৷ সেই সময় নিখাত জরিন লিখিত কমপ্লেন করেছিলেন একটা স্বচ্ছ্ব ট্রায়ালের জন্য৷ সেই পরবর্তী সময়ের ট্রায়াল ম্যাচে নিখাত হেরেছিলেন৷ কিন্তু বিতর্ক ছিল এই ট্রায়ালকে ঘিরে, কারণ মেরিকম এই ট্রায়ালের আগে মন্তব্য করেছিলেন কে নিখাত জরিন৷ আজ মেরিকমের পরে ফের ভারতীয় মহিলা বক্সার হিসেবে প্রশ্নের উত্তর দিলেন কে তিনি?
তেলেঙ্গানার দ্য নিজামাবাদে জন্মেছিলেন ভারতের সোনা জয়ী বক্সার৷ এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Boxing Championships)রেকর্ড ৬ বার জিতেছিলেন৷ মেরি কম এই খেতাব জিতেছিলেন (২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮,২০১০, ২০১৯) সালে৷ এছাড়াও ভারতীয় মহিলা বক্সার যাঁরা পদক জিতেছিলেন তাঁরা সরিতা দেবী (২০০৬), জেনি আর এল (২০০৬), লেখা কেসি (২০০৬) তে৷