ভারতীয় টেস্ট দলের পরবর্তী সহ-অধিনায়ক কে হবেন, এ নিয়ে চলছে জোর জল্পনা। কারণ ক্রমাগত হতাশাজনক পারফরম্যান্সের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছে কেএল রাহুলকে। অথচ এর আগের সফর পর্যন্তও ভারতীয় টেস্ট দলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন কেএল রাহুল। এখন তাঁর জায়গায় রোহিত শর্মার বন্ধু এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে বলে গুঞ্জন চলছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুটি ম্যাচের জন্য রবিবার দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা প্রথম দুই টেস্টের জন্য মনোনীত দলে কোনও পরিবর্তন না-করলেও নিশ্চিত ভাবে কেএল রাহুলকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন। যে দলে নির্বাচন করা হয়েছে, সেখানে রোহিত শর্মার নামের পাশে অধিনায়ক লেখা থাকলেও কেএলের পাশ থেকে বাদ দেওয়া হয়েছে সহ-অধিনায়ক।
বিসিসিআই যে দলটি মনোনীত করেছে, তাতে কোনও খেলোয়াড়কে সহ-অধিনায়ক করা হয়নি। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাই এই পদের দায়িত্ব পাবেন বলে অনুমান করা হচ্ছে। কারণ রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমেছিল, তখন কেএল রাহুলকে অধিনায়ক এবং পূজারাকে সহ-অধিনায়ক করা হয়েছিল।
গত বছর আবার টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু এ-বার ধামাকার সঙ্গে দলে ফিরতে চলেছেন তিনি। দিল্লিতে তিনি নিজের কেরিয়ারের ১০০-তম টেস্ট ম্যাচ খেলেছেন। দল থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের দিকে ঝুঁকেছিলেন পূজারা। সেখানে তিনি ওয়ান ডে-তে ডবল সেঞ্চুরি এবং ফার্স্ট ক্লাসে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আবার বাংলাদেশ সফরে নিজের কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন চেতেশ্বর পূজারা। ১০০ টেস্ট ম্যাচ খেলা ভারতের ১৩-তম খেলোয়াড় হলেন পূজারা। এখনও পর্যন্ত তিনি ৪৪.০৭ গড়ে মোট ৭০৫২ রান করেছেন। যার মধ্যে পূজারার ঝুলিতে রয়েছে মোট ১৯টি সেঞ্চুরিও।