KKR vs RR: অবশেষে রাসেলের মাসেল পাওয়ার! রাজস্থানকে ২০৭ রানের টার্গেট দিল কেকেআর

Last Updated:
KKR vs RR IPL 2025: আইপিএলে দেওয়ালেল পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। প্রতি ম্যাচে জয় ছাড়া গতি নেই নাইটদের। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে রাজস্থানকে ২০৭ রানের টার্গেট দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কলকাতার প্রাপ্তি রাসেলের রানে ফেরাও।
1/5
আইপিএলে দেওয়ালেল পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। প্রতি ম্যাচে জয় ছাড়া গতি নেই নাইটদের। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে রাজস্থানকে ২০৭ রানের টার্গেট দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কলকাতার প্রাপ্তি রাসেলের রানে ফেরাও।  (Photo Courtesy- AP)
আইপিএলে দেওয়ালেল পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। প্রতি ম্যাচে জয় ছাড়া গতি নেই নাইটদের। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে রাজস্থানকে ২০৭ রানের টার্গেট দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কলকাতার প্রাপ্তি রাসেলের রানে ফেরাও। (Photo Courtesy- AP)
advertisement
2/5
অপরদিকে, নিজের মাসেল পাওয়ার দেখাতে থাকেন আন্দ্রে রাসেল। একের পর এক বিধ্বংসী শট খেলে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ক্যারিবিয়ান তারকা। শেষের দিকে ৬ বলে ১৯ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। ২৫ বলে ৫৭ করেন রাসেল। (Photo Courtesy- IPL X)
অপরদিকে, নিজের মাসেল পাওয়ার দেখাতে থাকেন আন্দ্রে রাসেল। একের পর এক বিধ্বংসী শট খেলে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ক্যারিবিয়ান তারকা। শেষের দিকে ৬ বলে ১৯ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। ২৫ বলে ৫৭ করেন রাসেল। (Photo Courtesy- IPL X)
advertisement
3/5
ম্যাচে টস জিতে প্রথনে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুটা ভাল হয়নি কলকাতার। নারিন দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভিত গড়ে দেন অজিঙ্কে রাহানে ও রহমানউল্লাহ গুরবাজ।  (Photo Courtesy- AP)
ম্যাচে টস জিতে প্রথনে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরুটা ভাল হয়নি কলকাতার। নারিন দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভিত গড়ে দেন অজিঙ্কে রাহানে ও রহমানউল্লাহ গুরবাজ। (Photo Courtesy- AP)
advertisement
4/5
গুরবাজ ৩৫ রান করে আউট হলেো দলকে টানেন রহানে ও রঘুবংশী। ব্যক্তিগত ৩০ রান করে আউট হন কেকেআর অধিনায়ক। এরপর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। প্রথমে একটি স্লো খেললেও সেট হতেই রুদ্র মূর্তি ধারণ করেন দ্রে রাস।  (Photo Courtesy- AP)
গুরবাজ ৩৫ রান করে আউট হলেো দলকে টানেন রহানে ও রঘুবংশী। ব্যক্তিগত ৩০ রান করে আউট হন কেকেআর অধিনায়ক। এরপর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। প্রথমে একটি স্লো খেললেও সেট হতেই রুদ্র মূর্তি ধারণ করেন দ্রে রাস। (Photo Courtesy- AP)
advertisement
5/5
আংক্রিস রঘুবংশীর সঙ্গে ঝড়ে গতিতে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন রাসেল। দলের ১৭২ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে কেকেআরের। ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন আংক্রিশ রঘুবংশী।  (Photo Courtesy- AP)
আংক্রিস রঘুবংশীর সঙ্গে ঝড়ে গতিতে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন রাসেল। দলের ১৭২ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে কেকেআরের। ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন আংক্রিশ রঘুবংশী। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement