Eden Gardens Pitch and Ajinkya Rahane: রাত পোহালেই ইডেনে এক নম্বর দলের টক্করে নামবে কেকেআর, মনোমত পিচ কি পেলেন রাহানে এন্ড কোং
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Eden Gardens Pitch and Ajinkya Rahane: কলকাতার পিচ কি এবার মনপসন্দ কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের, নাকি এবারও তাঁর ভারী গোঁসা...
advertisement
advertisement
জিটি ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে রবিবার মুম্বই ইন্ডিয়ান্স সিএসকে হারায় এবং পরপর তিনটি ম্যাচে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে৷ এরই ফলে কেকেআর সপ্তম স্থানে নেমে এসেছে৷ ইডেনে কেকেআর বনাম জিটি ম্যাচটি ঘিরে আগ্রহ রয়েছে কেকেআর ফ্যানজের মধ্যে। তবে এই ম্যাচে কি অজিঙ্ক রাহানে কি পছন্দমতো পিচ পেলেন এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷ কলকাতার ইডেন গার্ডেনের পিচ রিপোর্ট জেনে নেওয়া যাক৷
advertisement
advertisement
advertisement