কেকেআরের ছেড়ে দেওয়া স্টার্ককে এবার কে নিল? দাম পেলেন অর্ধেক, বড় কাণ্ড নিলামে

Last Updated:
Mitchell Starc- আইপিএলজয়ী এই তারকাকে পেতে তেমন সদিচ্ছাই দেখালো না নাইটরা। না হলে স্টার্ককে গতবারের থেকে কম দামে দলে নিতে পারত কেকেআর। শেষ পর্যন্ত বাজি মারল দিল্লি।
1/5
গতবার ২৪.৭৫, এবার ১১.৭৫ কোটি টাকা! মিচেল স্টার্কের দর এবার আইপিএল নিলামে আর আগেরবারের মতো উঠল না। কেকেআর তাঁকে নিতে চেয়েছিল, তবে পারেনি।
গতবার ২৪.৭৫, এবার ১১.৭৫ কোটি টাকা! মিচেল স্টার্কের দর এবার আইপিএল নিলামে আর আগেরবারের মতো উঠল না। কেকেআর তাঁকে নিতে চেয়েছিল, তবে পারেনি।
advertisement
2/5
গতবার ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিয়েছিল কেকেআর। এবার অবশ্য স্টার্ক অনেক কম দর পেলেন। ১১.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
গতবার ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিয়েছিল কেকেআর। এবার অবশ্য স্টার্ক অনেক কম দর পেলেন। ১১.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
advertisement
3/5
আইপিএলজয়ী এই তারকাকে পেতে তেমন সদিচ্ছাই দেখালো না নাইটরা। না হলে স্টার্ককে গতবারের থেকে কম দামে দলে নিতে পারত কেকেআর। শেষ পর্যন্ত বাজি মারল দিল্লি।
আইপিএলজয়ী এই তারকাকে পেতে তেমন সদিচ্ছাই দেখালো না নাইটরা। না হলে স্টার্ককে গতবারের থেকে কম দামে দলে নিতে পারত কেকেআর। শেষ পর্যন্ত বাজি মারল দিল্লি।
advertisement
4/5
ক্রিকেটার ধরে রাখতে গিয়ে কেকেআরের হাতে রয়েছে এখন মাত্র ৫১ কোটি টাকা। তাই চেষ্টা করলেও অনেক ক্রিকেটারকে নাইট রাইডার্স হয়ত ফেরাতে পারছে না। আর তাই নিলামে নেমে একের পর এক সুযোগ হাতছাড়া করতে হচ্ছে কেকেআরকে।
ক্রিকেটার ধরে রাখতে গিয়ে কেকেআরের হাতে রয়েছে এখন মাত্র ৫১ কোটি টাকা। তাই চেষ্টা করলেও অনেক ক্রিকেটারকে নাইট রাইডার্স হয়ত ফেরাতে পারছে না। আর তাই নিলামে নেমে একের পর এক সুযোগ হাতছাড়া করতে হচ্ছে কেকেআরকে।
advertisement
5/5
স্টার্কের মতো কম দামে অনেকেই বিক্রি হয়েছেন। তবে কেকেআর তাদের টার্গেট করেও নিতে পারেনি। শামিকে চেয়েও মাত্র ২৫ লাখ টাকার জন্য দলে নিতে পারল না কেকেআর। শামির দল উঠল ১০ কোটি টাকা। কেকেআর ৯.৭৫ কোটি টাকা পর্যন্ত উঠেও সরে আসে।
স্টার্কের মতো কম দামে অনেকেই বিক্রি হয়েছেন। তবে কেকেআর তাদের টার্গেট করেও নিতে পারেনি। শামিকে চেয়েও মাত্র ২৫ লাখ টাকার জন্য দলে নিতে পারল না কেকেআর। শামির দল উঠল ১০ কোটি টাকা। কেকেআর ৯.৭৫ কোটি টাকা পর্যন্ত উঠেও সরে আসে।
advertisement
advertisement
advertisement