KKR Playoff Chances: চেন্নাইয়ের হারে সুবিধা কার, ইডেনে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিতে KKR-র প্লে অফে খেলার ভিলেন হবে না তো!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Playoff Chances: দিনের বিভিন্ন সময়ে শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। যদি ঝড়-বৃষ্টি হয় তাহলে তা কেকেআরের হিরো না ভিলেন
লিগ টেবলের একদম পিছনে থাকা গুজরাত টাইটান্সের কাছে বেশ খারাপ ভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস৷ ৩৫ রানে জিতে গুজরাত টাইটান্স আইপিএল পয়েন্ট টেবলে ৬ নম্বরে রয়েছে৷ এই হারের ধাক্কায় আরও বেশ কিছুক্ষণের জন্যে ঘেঁটে রইল আইপিএল প্লে অফের অঙ্ক৷ এদিন ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারত সিএসকে৷ ফলে প্লে অফের দিকে আরও একটু এগোতে পারত সিএসকে৷ কিন্তু তা হল না৷ সিএসকে র এখনও ২ টি ম্যাচ বাকি রয়েছে, সে দুটিতেই যদি তারা জেতে তাহলে তারা সর্বোচ্চ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যদি শনিবারের পরে KKR তাদের বাকি ২ ম্যাচ হারে তাদের ১৭ পয়েন্টেই থাকবে৷ তবে শনিবারের ম্যাচ থেকে ৩ টি ম্যাচের ৩ টিতেই হারে কেকেআর তাহলে তারা প্লে অফে নাও পৌঁছতে পারে৷ কিন্তু ১৭ পয়েন্ট হয়ে গেলে তার পরেও তিনটি দলই তাদের থেকে উপরে শেষ করতে পারবে। সে ক্ষেত্রেও চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা। অর্থাৎ, শনিবার ইডেনে ১ পয়েন্ট পেলেই চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফে উঠবে কলকাতা নাইট রাইডার্স।