আইপিএল নিলামের আগেই সুখবর! অধিনায়ক হলেন কেকেআর তারকা, বড় দায়িত্ব নিতে প্রস্তুত

Last Updated:
KKR Star Varun Chakaravarthy Selected As Captain Of Tamil Nadu: বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দল ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তার ফল পেলেন তারকা ক্রিকেটার। বড় প্রাপ্তি হল বরুণের।
1/5
বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দল ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তার ফল পেলেন তারকা ক্রিকেটার। বড় প্রাপ্তি হল বরুণের।
বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় দল ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তার ফল পেলেন তারকা ক্রিকেটার। বড় প্রাপ্তি হল বরুণের।
advertisement
2/5
আইপিএল নিলামের আগে ভাগ্য খুলল বরুণ চক্রবর্তীর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে খুশির খুবর পেলেন নাইটদের ম্যাচ উইনার বোলার।
আইপিএল নিলামের আগে ভাগ্য খুলল বরুণ চক্রবর্তীর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসবে আইপিএলের মিনি নিলামের আসর। তার আগে খুশির খুবর পেলেন নাইটদের ম্যাচ উইনার বোলার।
advertisement
3/5
এবার আর বল হাতে শুধু দলকে ম্যাচ জেতাবেন না। এবার মেগা টি-২০ প্রতিযোগিতায় দলকে নেতৃত্বে দিতেও দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। অধিনায়ক হলেন তারকা স্পিনার। নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছেন বরুণ।
এবার আর বল হাতে শুধু দলকে ম্যাচ জেতাবেন না। এবার মেগা টি-২০ প্রতিযোগিতায় দলকে নেতৃত্বে দিতেও দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। অধিনায়ক হলেন তারকা স্পিনার। নতুন দায়িত্ব পালনের জন্য মুখিয়ে রয়েছেন বরুণ।
advertisement
4/5
আইপিএল নিলামের আগে  ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই প্রথমবার অধিনায়কত্ব সামলাবেন কেকেআর তারকা।
আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই প্রথমবার অধিনায়কত্ব সামলাবেন কেকেআর তারকা।
advertisement
5/5
তামিলনাড়ু দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকার পরেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের উপর। বরুণের ডেপুটি করা হয়েছে নারায়ণ জগদীশনকে। টিম ম্যানেজমন্টের আস্থার দাম দিতে তৈরি মিস্ট্রি স্পিনার।
তামিলনাড়ু দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকার পরেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের উপর। বরুণের ডেপুটি করা হয়েছে নারায়ণ জগদীশনকে। টিম ম্যানেজমন্টের আস্থার দাম দিতে তৈরি মিস্ট্রি স্পিনার।
advertisement
advertisement
advertisement