KKR News: কেন রাহানেকে অধিনায়ক করল কেকেআর? সিদ্ধান্ত মেনে নেবে ভেঙ্কটেশ আইয়ার? জবাব দিল নাইটরা

Last Updated:
KKR Kolkata Knight Riders New Captain Ajinkya Rahane For IPL 2025: সব জল্পনার অবসান। ২০২৫ আইপিএল নতুন মরশুমের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
1/6
সব জল্পনার অবসান। ২০২৫ আইপিএল নতুন মরশুমের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নতুন নেতা হলেন অভিজ্ঞ অজিঙ্কে রাহানে।
সব জল্পনার অবসান। ২০২৫ আইপিএল নতুন মরশুমের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নতুন নেতা হলেন অভিজ্ঞ অজিঙ্কে রাহানে।
advertisement
2/6
আইপিএল মেগা নিলামের শেষ লগ্নে অজিঙ্কে রাহানকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কেকেআর। শ্রেয়স আইয়ারকে ছাড়ার পর একজন অধিনায়কের সন্ধানে ছিল নাইটরা।
আইপিএল মেগা নিলামের শেষ লগ্নে অজিঙ্কে রাহানকে দেড় কোটি টাকা দিয়ে কিনে নেয় কেকেআর। শ্রেয়স আইয়ারকে ছাড়ার পর একজন অধিনায়কের সন্ধানে ছিল নাইটরা।
advertisement
3/6
তবে রাহানের পাশাপাশি রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারদের মত প্লেয়াররাও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। বিগত কয়েক দিনে সবথেকে বেশি শোনা যাচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারের নাম।
তবে রাহানের পাশাপাশি রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারদের মত প্লেয়াররাও অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। বিগত কয়েক দিনে সবথেকে বেশি শোনা যাচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারের নাম।
advertisement
4/6
কিন্তু শেষ পর্যন্ত রাহাতেই আস্থা রাখল কেকেআর ম্যানেজমেন্ট। কেন রাহানাকে করা হল তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে নাইটদের তরফে। বলা হয়েছে, "অজিঙ্কে রাহানের মতো এক জন নেতা পেয়ে আমরা খুব খুশি। রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণতবোধ রয়েছে।"
কিন্তু শেষ পর্যন্ত রাহাতেই আস্থা রাখল কেকেআর ম্যানেজমেন্ট। কেন রাহানাকে করা হল তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে নাইটদের তরফে। বলা হয়েছে, "অজিঙ্কে রাহানের মতো এক জন নেতা পেয়ে আমরা খুব খুশি। রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণতবোধ রয়েছে।"
advertisement
5/6
এছাড়াও দলের সহ অধিনায়ক ও অধিনায়কের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে কেকেআরের তরফে বলা হয়েছে,"বেঙ্কটেশ আয়ারও দীর্ঘ দিন ধরে এই দলের হয়ে খেলছে। ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে। আশা করি এই দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে। " আইয়ারও স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে।
এছাড়াও দলের সহ অধিনায়ক ও অধিনায়কের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে কেকেআরের তরফে বলা হয়েছে,"বেঙ্কটেশ আয়ারও দীর্ঘ দিন ধরে এই দলের হয়ে খেলছে। ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে। আশা করি এই দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে। " আইয়ারও স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে।
advertisement
6/6
প্রসঙ্গত, জাতীয় দল, রাজ্য দল ও আইপিএল দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন। টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলিতে ১৭০ স্ট্রাইক রেটে ৪৩২ রান করেছেন। কেকেআরের হয়েও সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রাহানে।
প্রসঙ্গত, জাতীয় দল, রাজ্য দল ও আইপিএল দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রাহানের। ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন। টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলিতে ১৭০ স্ট্রাইক রেটে ৪৩২ রান করেছেন। কেকেআরের হয়েও সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রাহানে।
advertisement
advertisement
advertisement