KKR News: টার্গেট ৫ বিদেশি স্টার! তৈরি কেকেআরের নিলামের মাস্টার প্ল্যান! তালিকায় সব টি-২০ স্পেশালিস্ট

Last Updated:
KKR Kolkata Knight Riders Master Plan Ready For IPL 2026 Auction Target These 5 Overseas Star Cricketers: এ বার নিলামে ৬৪ কোটির বেশি টাকা নিয়ে নামবে কেকেআর। কাদের দলে নিতে পারে নাইটরা তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের। দেখে নিন কোন ৫ জন প্লেয়ারকে নিলামে টার্গেট করতে পারে নাইটরা।
1/7
আর কিছু ঘন্টার অপেক্ষা। তারপরই আবুধাবিতে বসতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আসর। ১০ দলের মধ্যে সবথেকে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা রয়েছে কেকেআরের কাছে। প্লেয়ারও কিনতে পারবে সর্বাধিক ১৩ জন।
আর কিছু ঘন্টার অপেক্ষা। তারপরই আবুধাবিতে বসতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আসর। ১০ দলের মধ্যে সবথেকে বেশি ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা রয়েছে কেকেআরের কাছে। প্লেয়ারও কিনতে পারবে সর্বাধিক ১৩ জন।
advertisement
2/7
২০২৫ সালের হতাশাজনক আইপিএল মরশুমের পর কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬–এর মিনি নিলামকে সামনে রেখে বড় পরিবর্তনের পথে হাঁটছে। একাধিক তারকা ক্রিকেটারকে রিলিজ করেছে নাইটরা। মোট ৬ জন বিদেশি প্লেয়ার নিতে পারবে কলকাতা। টার্গেটে রয়েছে ৫ মহাতারকা।
২০২৫ সালের হতাশাজনক আইপিএল মরশুমের পর কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৬–এর মিনি নিলামকে সামনে রেখে বড় পরিবর্তনের পথে হাঁটছে। একাধিক তারকা ক্রিকেটারকে রিলিজ করেছে নাইটরা। মোট ৬ জন বিদেশি প্লেয়ার নিতে পারবে কলকাতা। টার্গেটে রয়েছে ৫ মহাতারকা।
advertisement
3/7
লুক উড: ইংল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার লুক উডকে নজরে রেখেছে কেকেআর। গত মরশুমে স্পেন্সর জনসন হতাশ করায় তার বিকল্প খোঁজা হচ্ছে এবং উড এই জায়গায় উপযুক্ত হতে পারেন। ১৯৯ টি২০ ম্যাচে ২১০ উইকেট ও ৮.৪২ ইকোনমির ধারাবাহিকতা কেকেআরের পক্ষে কার্যকর হতে পারে। দুই দিকেই সুইং করাতে সক্ষম এই পেসার PSL, ILT20 ও BBL–এ নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আইপিএলে তিনি ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
লুক উড: ইংল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার লুক উডকে নজরে রেখেছে কেকেআর। গত মরশুমে স্পেন্সর জনসন হতাশ করায় তার বিকল্প খোঁজা হচ্ছে এবং উড এই জায়গায় উপযুক্ত হতে পারেন। ১৯৯ টি২০ ম্যাচে ২১০ উইকেট ও ৮.৪২ ইকোনমির ধারাবাহিকতা কেকেআরের পক্ষে কার্যকর হতে পারে। দুই দিকেই সুইং করাতে সক্ষম এই পেসার PSL, ILT20 ও BBL–এ নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আইপিএলে তিনি ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।
advertisement
4/7
টম ব্যান্টন: রহমানউল্লাহ গুরবাজ ও কুইন্টন ডি কককে রিলিজ করায় ওপেনার–কাম–উইকেটকিপারের প্রয়োজন কেকেআরে। সে ক্ষেত্রে টম ব্যান্টন হতে পারেন নির্ভরযোগ্য পছন্দ। ১৯৩ টি-২০ ম্যাচে ৪,৭০০–র বেশি রান ও ১৪৩.৭৪ স্ট্রাইক রেট তার দক্ষতার প্রমাণ। স্পিন ভালো খেলার পাশাপাশি নিয়মিত দ্রুত রান তোলায় তিনি কেকেআরের ব্যাটিং অর্ডারে গতি আনতে পারেন। আগেও কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
টম ব্যান্টন: রহমানউল্লাহ গুরবাজ ও কুইন্টন ডি কককে রিলিজ করায় ওপেনার–কাম–উইকেটকিপারের প্রয়োজন কেকেআরে। সে ক্ষেত্রে টম ব্যান্টন হতে পারেন নির্ভরযোগ্য পছন্দ। ১৯৩ টি-২০ ম্যাচে ৪,৭০০–র বেশি রান ও ১৪৩.৭৪ স্ট্রাইক রেট তার দক্ষতার প্রমাণ। স্পিন ভালো খেলার পাশাপাশি নিয়মিত দ্রুত রান তোলায় তিনি কেকেআরের ব্যাটিং অর্ডারে গতি আনতে পারেন। আগেও কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
advertisement
5/7
ক্যামেরন গ্রিন: আন্দ্রে রাসেলকে রিলিজ করার পর এক দক্ষ অলরাউন্ডারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে কেকেআরে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রীন সেই ঘাটতি পূরণ করতে পারেন। যদি কেকেআর ভেঙ্কটেশ আইয়ার ও আনরিখ নকিয়াকে ছেড়ে দিয়েছে। যা গ্রীনকে নেওয়ার জন্য যথেষ্ট। ব্যাট–বল দুই বিভাগেই কার্যকর গ্রীন আইপিএলে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৭০৭ রান ও ১৬ উইকেট নিয়েছেন।
ক্যামেরন গ্রিন: আন্দ্রে রাসেলকে রিলিজ করার পর এক দক্ষ অলরাউন্ডারের প্রয়োজনীয়তা আরও বেড়েছে কেকেআরে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রীন সেই ঘাটতি পূরণ করতে পারেন। যদি কেকেআর ভেঙ্কটেশ আইয়ার ও আনরিখ নকিয়াকে ছেড়ে দিয়েছে। যা গ্রীনকে নেওয়ার জন্য যথেষ্ট। ব্যাট–বল দুই বিভাগেই কার্যকর গ্রীন আইপিএলে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৭০৭ রান ও ১৬ উইকেট নিয়েছেন।
advertisement
6/7
ডেভন কনওয়ে: চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ মরশুমে মাত্র চার ম্যাচ খেলে ৯৪ রান করেন ডেভন কনওয়ে। সুযোগ কম পাওয়া এবং সিএসকের ভারতীয় ওপেনার তৈরির পরিকল্পনার কারণে তাকে রিলিজ করা হয়। ওপেনার হিসেবে কেকেআরের টপ–অর্ডারে কনওয়ে বড় শক্তি হতে পারেন এবং ব্যাটিংয়ে স্থায়ীত্ব আনতে পারেন।
ডেভন কনওয়ে: চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ মরশুমে মাত্র চার ম্যাচ খেলে ৯৪ রান করেন ডেভন কনওয়ে। সুযোগ কম পাওয়া এবং সিএসকের ভারতীয় ওপেনার তৈরির পরিকল্পনার কারণে তাকে রিলিজ করা হয়। ওপেনার হিসেবে কেকেআরের টপ–অর্ডারে কনওয়ে বড় শক্তি হতে পারেন এবং ব্যাটিংয়ে স্থায়ীত্ব আনতে পারেন।
advertisement
7/7
মাথিশা পাথিরানা: চোট ও ফর্মহীনতার কারণে মাথিশা পাথিরানাকে রিলিজ করেছে সিএসকে। স্লিং–অ্যাকশন ও দুর্দান্ত ইয়র্কারের জন্য পরিচিত এই পেসার আইপিএলে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। ডেথ–ওভার বোলিংয়ে সমস্যা ভোগা কেকেআরের জন্য তিনি হতে পারেন আদর্শ বিদেশি পেসার। নকিয়া ও জনসনকে ছেড়ে দেওয়ায় পাথিরানার মতো একজন নাইট স্কোয়াডে স্কোয়াডে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে।
মাথিশা পাথিরানা: চোট ও ফর্মহীনতার কারণে মাথিশা পাথিরানাকে রিলিজ করেছে সিএসকে। স্লিং–অ্যাকশন ও দুর্দান্ত ইয়র্কারের জন্য পরিচিত এই পেসার আইপিএলে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। ডেথ–ওভার বোলিংয়ে সমস্যা ভোগা কেকেআরের জন্য তিনি হতে পারেন আদর্শ বিদেশি পেসার। নকিয়া ও জনসনকে ছেড়ে দেওয়ায় পাথিরানার মতো একজন নাইট স্কোয়াডে স্কোয়াডে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে।
advertisement
advertisement
advertisement