KKR News: কেকেআরে খেলেছেন ৪ বছর, চিনতেন না শাহরুখ খানকে! কে সেই তারকা? জানলে অবাক হবেন

Last Updated:
Kolkata Knight Riders: আইপিএলের ১০টি দলের মধ্যে যে দলগুলি সবথেকে বেশি আলোচনায় থাকে তারমধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। এক কেকেআর তারকা দাবি করেছেন কেকেআরে এসে তিনি চিনতেন না শাহরুখ খানকে।
1/6
সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম পর্ব। তার আগে ক্রিকেটের পাশাপাশি আইপিএলের নানা অজানা বিষয় নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এবার এমন এক তথ্য সামনে এসেছে যা জানলে চমকে যাবেন।
সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম পর্ব। তার আগে ক্রিকেটের পাশাপাশি আইপিএলের নানা অজানা বিষয় নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। এবার এমন এক তথ্য সামনে এসেছে যা জানলে চমকে যাবেন।
advertisement
2/6
আইপিএলের ১০টি দলের মধ্যে যে দলগুলি সবথেকে বেশি আলোচনায় থাকে তারমধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। এক কেকেআর তারকা দাবি করেছেন কেকেআরে এসে তিনি চিনতেন না শাহরুখ খানকে।
আইপিএলের ১০টি দলের মধ্যে যে দলগুলি সবথেকে বেশি আলোচনায় থাকে তারমধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। এক কেকেআর তারকা দাবি করেছেন কেকেআরে এসে তিনি চিনতেন না শাহরুখ খানকে।
advertisement
3/6
জানলে অবাক হবেন সেই কেকেআর তারকা নিজে ৪ বছর কেকেআরের হয়ে খেলেছেন। নিজেও একজন মহাতারকা। বিশ্বজয়ী অধিনায়ক। এবার নিশ্চই বুঝে গিয়েছেন কে সেই তারকা। তিনি হলেন প্যাট কামিন্স।
জানলে অবাক হবেন সেই কেকেআর তারকা নিজে ৪ বছর কেকেআরের হয়ে খেলেছেন। নিজেও একজন মহাতারকা। বিশ্বজয়ী অধিনায়ক। এবার নিশ্চই বুঝে গিয়েছেন কে সেই তারকা। তিনি হলেন প্যাট কামিন্স।
advertisement
4/6
যদিও অজি তারকা জানিয়েছেন প্রথম দেখা হওয়ার আগে তিনি জানতেন না শাহরুখ খান কে, এসআরকে কী করেন, তার জনপ্রিয়তা কতটা। এমনকী প্রথম দেখা হওয়ার পরও দলের মালিককে চিনতে পারেননি নাকি পারেননি কামিন্স।
যদিও অজি তারকা জানিয়েছেন প্রথম দেখা হওয়ার আগে তিনি জানতেন না শাহরুখ খান কে, এসআরকে কী করেন, তার জনপ্রিয়তা কতটা। এমনকী প্রথম দেখা হওয়ার পরও দলের মালিককে চিনতে পারেননি নাকি পারেননি কামিন্স।
advertisement
5/6
কামিন্স কেকেআরের হয়ে ২০১৪, ২০১৫ এবং ২০২২, ২০২৩ সালে খেলেছেন। এক সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন,"প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার সময়ে জানতামই না ও কে। কোনও দিন বলিউড সিনেমা দেখিনি। পরে ভারতীয় সতীর্থদের কাছ থেকে সব জানতে পারি"।
কামিন্স কেকেআরের হয়ে ২০১৪, ২০১৫ এবং ২০২২, ২০২৩ সালে খেলেছেন। এক সাক্ষাৎকারে কামিন্স জানিয়েছেন,"প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার সময়ে জানতামই না ও কে। কোনও দিন বলিউড সিনেমা দেখিনি। পরে ভারতীয় সতীর্থদের কাছ থেকে সব জানতে পারি"।
advertisement
6/6
তবে শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেছেন কামিন্স। শাহরুখ খান যেভাবে ঠান্ডা মাথায় দল চালান, প্লেয়ারদের উপর কোনও চাপ দেন না, খেলাটা উপভোগ করার কথা বলেন, প্লেয়ার যেভাবে উৎসাহিত করেন তা অনবদ্য বলেও জানিয়েছেন কামিন্স।
তবে শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেছেন কামিন্স। শাহরুখ খান যেভাবে ঠান্ডা মাথায় দল চালান, প্লেয়ারদের উপর কোনও চাপ দেন না, খেলাটা উপভোগ করার কথা বলেন, প্লেয়ার যেভাবে উৎসাহিত করেন তা অনবদ্য বলেও জানিয়েছেন কামিন্স।
advertisement
advertisement
advertisement