কেকেআরের মস্ত বড় ভুল! নাইটদের ছেড়ে দেওয়া প্লেয়ার আইপিএল কাঁপাচ্ছে, আফসোস ফ্যানেদের

Last Updated:
IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সহজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন মিচেল স্টার্ক। স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইন।
1/6
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সহজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন মিচেল স্টার্ক। স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইন। (Photo Courtesy- AP)
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সহজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন মিচেল স্টার্ক। স্টার্কের আগুনে বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি হায়দরাবাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইন। (Photo Courtesy- AP)
advertisement
2/6
মাত্র ৩.৪ ওভার বোলিং করেই ৫ টি শিকার করেন নেন মিচেল স্টার্ক। দিল্লির তারকা পেসার স্টার্কের পাঁচটি শিকারের তালিকায় রয়েছে হেড, কিশান, রেড্ডি, মাল্ডার ও হর্ষল প্যাটেল। (Photo Courtesy- AP)
মাত্র ৩.৪ ওভার বোলিং করেই ৫ টি শিকার করেন নেন মিচেল স্টার্ক। দিল্লির তারকা পেসার স্টার্কের পাঁচটি শিকারের তালিকায় রয়েছে হেড, কিশান, রেড্ডি, মাল্ডার ও হর্ষল প্যাটেল। (Photo Courtesy- AP)
advertisement
3/6
প্রথম ম্যাচে অনেক রান খরচ করায় স্টার্ককে নিয়ে উঠেছিল প্রশ্ন। সেরা ফর্মে রয়েছেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আগুনে বোলিং করে নজির গড়লেন অজি তারকা। (Photo Courtesy- AP)
প্রথম ম্যাচে অনেক রান খরচ করায় স্টার্ককে নিয়ে উঠেছিল প্রশ্ন। সেরা ফর্মে রয়েছেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আগুনে বোলিং করে নজির গড়লেন অজি তারকা। (Photo Courtesy- AP)
advertisement
4/6
গত বছর কেকেআরের প্রথম দিকে গ্রুপের ম্যাচে একের পর এক খেলায় খারাপ বোলিং করেছিলেন স্টার্ক। কিন্তু কোয়ালিফায়ার ও ফাইনালে দুরন্ত বোলিং করেছিলেন মিচেল স্টার্ক। (Photo Courtesy- AP)
গত বছর কেকেআরের প্রথম দিকে গ্রুপের ম্যাচে একের পর এক খেলায় খারাপ বোলিং করেছিলেন স্টার্ক। কিন্তু কোয়ালিফায়ার ও ফাইনালে দুরন্ত বোলিং করেছিলেন মিচেল স্টার্ক। (Photo Courtesy- AP)
advertisement
5/6
কেকেআর রিটেন করেনি এবা স্টার্ককে। এমনকী নিলামের টেবিলেও বাঁ হাতি তারকা পেসরারে জন্য খুব একটা আগ্রহ দেখায়নি কেকেআর ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত ভুল হয়েছে কিনা উঠতে শুরু করেছে প্রশ্ন। (Photo Courtesy- AP)
কেকেআর রিটেন করেনি এবা স্টার্ককে। এমনকী নিলামের টেবিলেও বাঁ হাতি তারকা পেসরারে জন্য খুব একটা আগ্রহ দেখায়নি কেকেআর ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত ভুল হয়েছে কিনা উঠতে শুরু করেছে প্রশ্ন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
এমনিতেও কেকেআরের পেস বোলিং অ্যাটাককে এবার খুব দুর্বল দেখাচ্ছে। স্পেনসর জনসন আহামরি কিছু নয়। আনরিখ নকিয়া এখনও ম্যাচ খেলেননি। ভারতীয় পেসাররাও এখনও ছন্দে নেই। কিন্তু দিল্লির হয়ে স্টার্ক যে পারফরম্যান্স করল তাতে আফসোস কেকেআর ফ্যানেদের। (Photo Courtesy- AP)
এমনিতেও কেকেআরের পেস বোলিং অ্যাটাককে এবার খুব দুর্বল দেখাচ্ছে। স্পেনসর জনসন আহামরি কিছু নয়। আনরিখ নকিয়া এখনও ম্যাচ খেলেননি। ভারতীয় পেসাররাও এখনও ছন্দে নেই। কিন্তু দিল্লির হয়ে স্টার্ক যে পারফরম্যান্স করল তাতে আফসোস কেকেআর ফ্যানেদের। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement