আরসিবি ও গুজরাতের বিরুদ্ধে জয় এখন অতীত। পরপর ৩ ম্যাচ হেরে লিগ টেবিলে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে কেকেআর। টানা ৫ ম্যাচ হারা দিল্লির বিরুদ্ধেও হারের মুখ দেখতে হওয়ায় চাপে কেকেআর অধিনায়ক নীতিশ রানা।
2/ 5
একের পর এক ম্যাচ হারের পর কখনও ব্যাটারদের কোর্টে, কখনও আবার বোলারদের কোর্টে বল ঠেলছিলেন নীতিশ রানা। কিন্তু দিল্লি বিরুদ্ধে হারের পর কোন কারণ বলবেন তা নিয়ে একটু অস্বস্তিতে দেখিয়েছে নাইট 'সেনাপতিকে'।
3/ 5
কোনও উপায় না পেয়ে দিল্লির বিরুদ্ধে হারের দায় নিজের কাঁধেই নিলেন নীতিশ রানা। মেনে নিলেন দিল্লির বিরুদ্ধে তাঁর ক্রিজে থাকা উচিৎ ছিল। বলেছেন,'আমাদের আরও ১৫-২০ রান করা উচিত ছিল। উইকেট কঠিন ছিল। এর দায় আমি নিচ্ছি। আমার অবশ্যই উইকেটে থাকা দরকার ছিল।'
4/ 5
পাশাপাশি দিল্লির বিরুদ্ধে মাত্র ১২৭ রানের পুজি নিয়ে যেভাবে বোলাররা লড়াই করেছে তার প্রশংসা করেছেন কেকেআর অধিনায়ক। নিজে সহ অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স আরও উন্নতি করার কথাও বলেন নীতিশ রানা।
5/ 5
দলের যে ঘুড়ে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে সেই কথাও জানিয়েছেন রানা। বলেছেন, দল হিসেবে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে পরের ম্যাচগুলিতে। নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারলেও ভালো ফল আসবে।
একের পর এক ম্যাচ হারের পর কখনও ব্যাটারদের কোর্টে, কখনও আবার বোলারদের কোর্টে বল ঠেলছিলেন নীতিশ রানা। কিন্তু দিল্লি বিরুদ্ধে হারের পর কোন কারণ বলবেন তা নিয়ে একটু অস্বস্তিতে দেখিয়েছে নাইট 'সেনাপতিকে'।
কোনও উপায় না পেয়ে দিল্লির বিরুদ্ধে হারের দায় নিজের কাঁধেই নিলেন নীতিশ রানা। মেনে নিলেন দিল্লির বিরুদ্ধে তাঁর ক্রিজে থাকা উচিৎ ছিল। বলেছেন,'আমাদের আরও ১৫-২০ রান করা উচিত ছিল। উইকেট কঠিন ছিল। এর দায় আমি নিচ্ছি। আমার অবশ্যই উইকেটে থাকা দরকার ছিল।'
পাশাপাশি দিল্লির বিরুদ্ধে মাত্র ১২৭ রানের পুজি নিয়ে যেভাবে বোলাররা লড়াই করেছে তার প্রশংসা করেছেন কেকেআর অধিনায়ক। নিজে সহ অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স আরও উন্নতি করার কথাও বলেন নীতিশ রানা।
দলের যে ঘুড়ে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে সেই কথাও জানিয়েছেন রানা। বলেছেন, দল হিসেবে আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে পরের ম্যাচগুলিতে। নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারলেও ভালো ফল আসবে।