KKR Andre Russell: রাজা রাসেল! KKR-কে শুধু জেতালেন না, ইডেনে এমন এক কাণ্ড ঘটালেন! ক'জনই বা পারে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
KKR Andre Russell: কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছেন আন্দ্রে রাসেল। ম্যান অফ দ্য ম্যাচও সেই কারণেই বেছে নেওয়া হয়েছে এই ক্যারিবিয়ান তারকাকেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আইপিএলে সবথেকে বেশি ছয়ের নজির রয়েছে আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের। আইপিএলে সব থেকে বেশি ছয় মারার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেলের। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। পরের স্থানেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত এখনও পর্যন্ত ২৩৮টি ইনিংসে ২৫৭টি ছয় মেরেছেন। তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছক্কা মেরেছেন। সেই তালিকায় এবার ঢুকে গেলেন আন্দ্রে রাসেলও।
advertisement
ইডেনে শনিবার আক্ষরিক অর্থেই উঠেছিল রাসেল ঝড়। শনিবার ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কেকআরের টপ অর্ডারে অভিষকে নজর কাড়েন ওপেনার ফিল সল্ট। তাঁর অর্ধশতরান ছাড়া কেকেআর টপ অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানারা কেউ রান পাননি। ফিল সল্টকে কিছুটা সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা রমনদীপ সিং। ৫৪ রান জুটিতে যোগ করেন তারা।
advertisement
advertisement