এই কথাটি আদপেই পছন্দ হয়নি প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়ার ৷ তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন , ‘‘ আমি বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি ৷ বর্তমান ভারতীয় দল তার থেকে ভালো কিনা তা নিয়ে আমি নিঃসন্দেহ নই ৷ এটা ভারতীয় দলের ওপর বাড়তি চাপ তৈরি করবে ৷ একবার ওরা হারতে শুরু করলে প্রচুর পরিমাণে সমালোচনা হবে ৷ ’’Photo -AP
এবারেও স্টিভ ওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই একমত হননি সৌরভ ৷ তিনি জানিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়া দল যথেষ্ট দুর্বল ৷ পাশাপাশি তিনি আরও বলেছেন, ‘‘ এই ভারতীয় দলের একটা বিরাট ও রোহিত রয়েছে এটা একটা বড় ফ্যাক্টর ৷ ভারতীয় দলের জন্য এটা দারুণ সময় ৷ ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে ৷ ’’ Photo -AP