Jonny Bairstow: বিয়ে করেছেন? নাকি প্রেম করেন? ইংলিশ তারকা বেয়ারস্টোর ব্যক্তিগত জীবন রহস্যে মোড়া

Last Updated:
Jonny Bairstow: এজবাস্টনে ভারতকে নাকানি-চোবানি খাওয়ানো বেয়ারস্টোর ব্যক্তিগত জীবন রহস্যে ঘেরা।
1/7
ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে জন্মেছিলেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো। যিনি এজবাস্টন টেস্টে ভারতকে নাকানি-চোবানি খাইয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন রহস্যে মোড়া। তিনি বিয়ে করেছেন কি না তা অনেকেই জানেন না। ব্রিটিশ মডেল-অভিনেত্রীর সঙ্গে জনির নাম জড়ালেও তিনি এখনও বিয়ে করেননি বলেই আন্দাজ করা হয়।
ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে জন্মেছিলেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো। যিনি এজবাস্টন টেস্টে ভারতকে নাকানি-চোবানি খাইয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন রহস্যে মোড়া। তিনি বিয়ে করেছেন কি না তা অনেকেই জানেন না। ব্রিটিশ মডেল-অভিনেত্রীর সঙ্গে জনির নাম জড়ালেও তিনি এখনও বিয়ে করেননি বলেই আন্দাজ করা হয়।
advertisement
2/7
ব্রিটিশ মডেল-অভিনেত্রী এলেনর টমলিনসনের সঙ্গে জনির নাম জড়িয়েছিল। ২০১৮ সালে রেস কোর্সে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও এর পর থেকে তাঁদের ছবি আর প্রকাশ্যে দেখা যায়নি। জনি এবং এলেনর একে অপরকে ডেট করছেন বলেও শোনা গিয়েছিল।
ব্রিটিশ মডেল-অভিনেত্রী এলেনর টমলিনসনের সঙ্গে জনির নাম জড়িয়েছিল। ২০১৮ সালে রেস কোর্সে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও এর পর থেকে তাঁদের ছবি আর প্রকাশ্যে দেখা যায়নি। জনি এবং এলেনর একে অপরকে ডেট করছেন বলেও শোনা গিয়েছিল।
advertisement
3/7
এলিনর ৩০ বছর বয়সী  মডেল ও অভিনেত্রী। ইয়র্কশায়ারে বেড়ে উঠেছেন। তাঁর পরিবারে অনেকেই গায়ক এবং অভিনেতা। তাঁর মা জুডিথ একজন গায়িকা। তাঁর বাবা ম্যালকম টমলিনসন একজন অভিনেতা এবং ঘোড়দৌড়ের ভাষ্যকার। তাঁর ভাই রস টমলিনসনও একজন অভিনেতা।
এলিনর ৩০ বছর বয়সী মডেল ও অভিনেত্রী। ইয়র্কশায়ারে বেড়ে উঠেছেন। তাঁর পরিবারে অনেকেই গায়ক এবং অভিনেতা। তাঁর মা জুডিথ একজন গায়িকা। তাঁর বাবা ম্যালকম টমলিনসন একজন অভিনেতা এবং ঘোড়দৌড়ের ভাষ্যকার। তাঁর ভাই রস টমলিনসনও একজন অভিনেতা।
advertisement
4/7
অ্যাঙ্গাস, জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার, থংস এবং পারফেক্ট স্নোগিং-এর মতো সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।
অ্যাঙ্গাস, জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার, থংস এবং পারফেক্ট স্নোগিং-এর মতো সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।
advertisement
5/7
জনি বেয়ারস্টোর রিলেশনশিপ স্ট্যাটাস এখনও রহস্যে ঘেরা। এখনও পর্যন্ত এই ইংলিশ ক্রিকেটার বা মডেল ইলেনর, কেউই তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি। জনির বাবা ডেভিড বেয়ারস্টোও ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার ছিলেন।
জনি বেয়ারস্টোর রিলেশনশিপ স্ট্যাটাস এখনও রহস্যে ঘেরা। এখনও পর্যন্ত এই ইংলিশ ক্রিকেটার বা মডেল ইলেনর, কেউই তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি। জনির বাবা ডেভিড বেয়ারস্টোও ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার ছিলেন।
advertisement
6/7
এজবাস্টনে ভারতের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো। তাঁর ও জো রুটের দাপটে ইংল্যান্ড সাত উইকেটে ম্যাচ জিতেছে।
এজবাস্টনে ভারতের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো। তাঁর ও জো রুটের দাপটে ইংল্যান্ড সাত উইকেটে ম্যাচ জিতেছে।
advertisement
7/7
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেয়ারস্টো। গত ৫টি টেস্ট ইনিংসের মধ্যে ৪টিতেই সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেন তিনি। এর পর লিডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৬২ ও ৭১ রান করেন। এবার ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রান করেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেয়ারস্টো। গত ৫টি টেস্ট ইনিংসের মধ্যে ৪টিতেই সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেন তিনি। এর পর লিডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৬২ ও ৭১ রান করেন। এবার ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৬ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রান করেন।
advertisement
advertisement
advertisement