BCCI Jay Shah: বিসিসিআইয়ের পদ থেকে ইস্তফা দিতে পারেন জয় শাহ, বিগ নিউজ সামনে, জানুন পিছনের গোপন কারণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCCI Jay Shah: বাবার কৃতিত্বেই জয় শাহ ক্রিকেট প্রশাসনের এত বড় দায়িত্ব সামলান একাধিকবার বলেন নিন্দুকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি সুনীল গাভাস্কর শাহ তাঁর সময়কালে ভারতে ক্রিকেটের উন্নতির জন্য বিসিসিআইয়ের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন৷ তিনি ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “অনেক লোক জয় শাহের সমালোচনা করেন, তাঁর অবদানের চেয়ে তাঁর বাবার রাজনৈতিক অবস্থানের দিকে মনোযোগ দেন৷ তবে, জয় শাহ যা অর্জন করেছেন — যেমন মহিলা প্রিমিয়ার লিগ আনা, মহিলা দলের জন্য পুরুষদের মতো সমান বেতন নিশ্চিত করা, আইপিএল ক্রিকেটারদের জন্য ফি বৃদ্ধি করা এবং উল্লেখযোগ্যভাবে প্রণোদনা বৃদ্ধি করা — প্রশংসনীয়। দুর্ভাগ্যবশত, কেউ কেউ রাজনৈতিক অ্যাজেন্ডার কারণে তাকে কৃতিত্ব দিতে অস্বীকার করে।"