কে থাকল আর কে পড়ল বাদ? এশিয়া কাপে ভারতীয় দলে কোপে একাধিক মহাতারকা! একজনের হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India's Likely Squad For Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই মহাদেশীয় টুর্নামেন্ট। আইপিএল ২০২৫-এর পর থেকে বিশ্রামে থাকা অনেক টি-টোয়েন্টি তারকাকে আবার দেখা যেতে পারে এই আসরে।
প্রায় ছয় সপ্তাহের টানা টেস্ট ক্রিকেট শেষে এক মাসের বিশ্রামে টিম ইন্ডিয়া। এরপরই দল মনোযোগ দেবে সাদা বলের ক্রিকেটে, সামনে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই মহাদেশীয় টুর্নামেন্ট। আইপিএল ২০২৫-এর পর থেকে বিশ্রামে থাকা অনেক টি-টোয়েন্টি তারকাকে আবার দেখা যেতে পারে এই আসরে।
advertisement
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সর্বশেষ টি২০ সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। সেই স্কোয়াডের অনেকেই এশিয়া কাপে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটি বেশ স্থিতিশীল, তিন নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার। মিডল অর্ডারে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল দলের ভারসাম্য রক্ষা করবেন।
advertisement
স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে কুলদীপ যাদবকে ফেরানো হতে পারে দলে। ইংল্যান্ড সফরে তিনি খেলেননি, তবে সংযুক্ত আরব আমিরশাহিতে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে। বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং থাকবেন বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। সেই সঙ্গে হর্ষিত রানা, যিনি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন, তিনিও স্কোয়াডে জায়গা পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ/হর্ষিত রানা, শিবম দুবে, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রুনাল পান্ডিয়া।