২০১৪-১৫: আইপিএলের অনুকরণে ভারতীয় ফুটবলকে গোটা দেশের মানুষের সাথে পরিচিত করাতে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিযোগিতা। ২০১৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া আইএসএলে ফাইনালে পৌঁছেছিল অ্যাটলেটিকো দি কলকাতা। ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল।
২০২১-২২: গত মরসুমের আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি ও কেলালা ব্লাস্টার্স। ফাইনালে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে গোল করে কেরালাকে এগিয়ে দেন রাহুল কেপি। ম্যাচের ৮৮ মিনিটে হায়দরাবাদের হয়ে গোল শোধ করেন শাহিল তাভোরা। অতিরিক্ত সময়তেও খেলা ফল ছিল ১-১। টাই ব্রেকারে কেরালাকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ এফসি।