আরও একবার ভারতসেরা হল মোহনবাগান। জাতীয় লিগ, আই লিগ আর আইএসএল মিলিয়ে এই নিয়ে ৬ বার বাংলার ফুটবলকে জাতীয় স্তরে সিংহাসনে বসাল সবুজ-মেরুণ।
2/ 7
১৯৯৭-১৯৯৮ সালে প্রথমবার ভারতসেরা হয়েছিল মোহনবাগান। ৩৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল পাল তোলা নৌকা।
3/ 7
১৯৯৯-২০০০ সালে দ্বিতীয়বার জাতীয় লিগ জেতে মোহনবাগান। সেবার দুরন্ত ফুটবল খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল সবুজ-মেরুণ ব্রিগেড।
4/ 7
তৃতীয়বার জাতীয় লিগ জেতে মোহনবাগান ২০০১-২০০২ সালে। সেবার হাড্ডাহাড্ডি লিগে চার্চিলের থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে ৪৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।
5/ 7
এরপরে ২০০৭-০৮ সাল জাতীয় লিগের নাম পরিবর্তন হয়ে আই লিগ হয়। চতুর্থবার ভারতসেরা হওয়ার জন্য প্রতীক্ষাটা লম্বা ছিল মোহনবাগানের। ১৩ বছর পর ২০১৪-১৫ সালে চতুর্থবার দেশের সেরা ও প্রথমবার আইলিগ জেতে মোহনবাগান। ৩৯ পয়েন্ট শীর্ষে ছিল সোনি নর্দেরা।
আর এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠবার দেশের সেরা ট্রফি ঘরে তুলল ঐতিহাসিক ক্লাব। মেগা ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে মোহনবাগান।
১৯৯৮ থেকে ২০২৩, ফিরে দেখা মোহনবাগানের ৬ বার দেশের সেরা হওয়ার ঐতিহাসিক মুহূর্ত
এরপরে ২০০৭-০৮ সাল জাতীয় লিগের নাম পরিবর্তন হয়ে আই লিগ হয়। চতুর্থবার ভারতসেরা হওয়ার জন্য প্রতীক্ষাটা লম্বা ছিল মোহনবাগানের। ১৩ বছর পর ২০১৪-১৫ সালে চতুর্থবার দেশের সেরা ও প্রথমবার আইলিগ জেতে মোহনবাগান। ৩৯ পয়েন্ট শীর্ষে ছিল সোনি নর্দেরা।
১৯৯৮ থেকে ২০২৩, ফিরে দেখা মোহনবাগানের ৬ বার দেশের সেরা হওয়ার ঐতিহাসিক মুহূর্ত
আর এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠবার দেশের সেরা ট্রফি ঘরে তুলল ঐতিহাসিক ক্লাব। মেগা ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে মোহনবাগান।