#IPL2019: MI vsKXIP: মুম্বইতে উঠল পোলার্ড ঝড়, দানবীয় ইনিংসে জয় ছিনিয়ে নিলেন কিংসের থেকে

Last Updated:
1/8
মুম্বইতে আরবসাগরের ধারে যেন পূর্বাভাস ছাড়াই আঁধি ৷ কাইরন পোলার্ডের ব্যাট বলল আর উড়ে গেল রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পঞ্জাব ৷ (IPL)
মুম্বইতে আরবসাগরের ধারে যেন পূর্বাভাস ছাড়াই আঁধি ৷ কাইরন পোলার্ডের ব্যাট বলল আর উড়ে গেল রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পঞ্জাব ৷ (IPL)
advertisement
2/8
মাত্র ৩১ বলে ৮১ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলেন তিনি ৷ তাঁর ইনিংসে রয়েছে মাত্র ৩ টি চার ৷  (IPL)
মাত্র ৩১ বলে ৮১ রানের দুদ্ধর্ষ ইনিংস খেলেন তিনি ৷ তাঁর ইনিংসে রয়েছে মাত্র ৩ টি চার ৷ (IPL)
advertisement
3/8
চার মাত্র তিনটি মারলেো ছয় মেরেছেন দশটি ৷ মূলত তাঁর দাপুুটে পারফরম্যান্সের জন্যই কিংসের বিরুদ্ধে একদম সেষবলে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স ৷  (IPL)
চার মাত্র তিনটি মারলেো ছয় মেরেছেন দশটি ৷ মূলত তাঁর দাপুুটে পারফরম্যান্সের জন্যই কিংসের বিরুদ্ধে একদম সেষবলে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স ৷ (IPL)
advertisement
4/8
দলকে জিতিয়ে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভেসে গেলেন পোলার্ড ৷ (IPL)
দলকে জিতিয়ে স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভেসে গেলেন পোলার্ড ৷ (IPL)
advertisement
5/8
জয়ের নায়ককে ঘিরে উচ্ছ্বাস চেপে রাখলেন না মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ অম্বানি ৷  (IPL)
জয়ের নায়ককে ঘিরে উচ্ছ্বাস চেপে রাখলেন না মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ অম্বানি ৷ (IPL)
advertisement
6/8
এদিকে এদিন দিনের শুরুটা দারুণ করেছিলেন আরেক ক্যারিবিয়ান ক্রিস গেইল ৷ কিংসের হয়ে ৩৬ বলে ৬৩ রান করেন তিনি ৷ (IPL)
এদিকে এদিন দিনের শুরুটা দারুণ করেছিলেন আরেক ক্যারিবিয়ান ক্রিস গেইল ৷ কিংসের হয়ে ৩৬ বলে ৬৩ রান করেন তিনি ৷ (IPL)
advertisement
7/8
অন্যদিকে কেএল রাহুল সেরে নেন শতরান ৷ ৬৪ বলে ১০০ রান করেছিলেন তিনি মূলত এঁদের দাপটেই ২০ ওভারে ৪ উইিকেটে ১৯৭ রান করে প্রীতি জিন্টার দল ৷ (IPL)
অন্যদিকে কেএল রাহুল সেরে নেন শতরান ৷ ৬৪ বলে ১০০ রান করেছিলেন তিনি মূলত এঁদের দাপটেই ২০ ওভারে ৪ উইিকেটে ১৯৭ রান করে প্রীতি জিন্টার দল ৷ (IPL)
advertisement
8/8
এদিন বল হাতে আগুন ঝরান বঙ্গপেসার মহম্মদ শামি ৷ তিনি কিংসের হয়ে তিন উইকেট নেন ৷ (IPL)
এদিন বল হাতে আগুন ঝরান বঙ্গপেসার মহম্মদ শামি ৷ তিনি কিংসের হয়ে তিন উইকেট নেন ৷ (IPL)
advertisement
advertisement
advertisement