Explained:IPL Trade Window: মালিককে পছন্দ নয়! নিলামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ট্রেড উইন্ডো, কবে পর্যন্ত থাকছে বদলে নেওয়ার সুযোগ,কারা বদলাতে পারে দল
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
IPL Trade Window: আইপিএল ২০২৬ ট্রেড: কোন খেলোয়াড়রা এক দল থেকে অন্য দলে যেতে পারবেন এবং ডেডলাইনই বা কী? জানুন বিশদে
কলকাতা: যে দিন থেকে শুরু হয়েছে, সে দিন থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সংক্ষেপে আইপিএল কম বিতর্কের জন্ম দেয়নি। কখনও সেই বিতর্ক তৈরি হয় বাইশ গজে, তো কখনও আবার মাঠের বাইরের কিছু ব্যাপারও জল ঘোলা করে দেয় একেবারে অপ্রত্যাশিতভাবে। এখনও পর্যন্ত শেষ মরশুম, ২০২৫ সালটাও তার ব্যতিক্রম নয়। ২০২৫ সালের মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনেক নতুন প্রতিভা বিশ্বদরবারে তুলে ধরেছে, অনেক দলের জন্য তৈরি করেছে নতুন সম্ভাবনা। ঠিক তেমনই আবার ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে খেলোয়াড়দের বনিবনা না হওয়ার বিষয়, প্রকাশ্যেই দুর্ব্যবহার- এই সবও জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। এই বিষয় খুব স্পষ্টভাবে দলবদলের ইঙ্গিত দেয়।
advertisement
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পোশাকি ভাষায় বলতে গেলে একে ট্রেডিং বলা হয়। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলার আগে এই ট্রেডিং নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাতে অবশ্য অবাক হওয়ার মতো খুব একটা কোনও কারণ নেই। কেন না, সাম্প্রতিক বছরগুলিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার বাইরেও এই বিষয়টি নিয়ে উত্তেজনার এক অতিরিক্ত স্তর তৈরি করে ফেলেছে। সে কারণেই আইপিএল-এর প্লেয়ার ট্রেডিং উইন্ডো ব্যাপারটা ঠিক কী, তা বুঝে নেওয়া দরকার।
advertisement
সবার আগে এটা বলে রাখা ভাল যে এই প্লেয়ার ট্রেডিং উইন্ডো নতুন কিছু নয়, এটি সর্বদাই বিদ্যমান ছিল এবং প্রথম লেনদেনটি ২০০৯ সালে অনেক আগেই করা হয়েছিল, কিন্তু সম্প্রতি, খেলোয়াড়দের ইচ্ছা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলি আরও লেনদেনের জন্য উন্মুক্ত হয়ে উঠেছে। দুই বছর আগে প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে হাই-প্রোফাইল পরিবর্তন দেখা গিয়েছে যেখানে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর প্রথম তথা শৈশবকালীন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে অপ্রকাশিত পারিশ্রমিকের বিনিময়ে ফিরে আসেন।
advertisement
advertisement
ট্রেড উইন্ডো কী?এটা ঠিক একটা ট্রান্সফারের মতো ব্যাপার। একটা সহজ কাল্পনিক উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যাক। স্যামসন আরআর ছেড়ে যেতে চাইছেন এবং তারাও তাঁকে চলে যেতে তথা সিএসকেতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এবার এ হেন পরিস্থিতিতে সিএসকে আরআর-কে ট্রান্সফার ফি দেবে। স্যামসনের আরআর বেতন ১৮ কোটি টাকা ২০২৬ সালের নিলামের জন্য তাদের পকেট থেকে বের করতে হবে এবং সিএসকে-র খরচের সঙ্গে যোগ করা হবে। সিএসকে-র জন্য চুক্তির শর্তাবলী একই থাকবে, স্যামসনও তখন হলুদ দলে খেলতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আইপিএলের লেনদেনে চূড়ান্ত সিদ্ধান্ত কার?ফ্র্যাঞ্চাইজিগুলোই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। যেমন, যদি সিএসকে এবং আরআর স্যামসনের ট্রেডের জন্য শর্তাবলীতে একমত হয়, কিন্তু খেলোয়াড় চলে যেতে নাও চান, তাহলেও আরআর-এর কথাই শেষ কথা হবে এবং যদি তারা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্যামসন এই বিষয়ে কিছুই করতে পারবেন না।
advertisement
আইপিএলের কিছু বড় মাপের ট্রেড এক নজরে-হার্দিক পান্ডিয়া: গুজরাত টাইটানস → মুম্বই ইন্ডিয়ান্স; বছর: ২০২৩; মূল্য: ১৫ কোটি টাকাক্যামেরন গ্রিন: মুম্বই ইন্ডিয়ান্স → রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; বছর: ২০২৩; মূল্য: ১৭.৫ কোটি টাকাআবেশ খান: লখনউ সুপার জায়ান্টস → রাজস্থান রয়্যালস; বছর: ২০২৪; মূল্য: ১০ কোটি টাকা