IPL Scandal: সারা রাত হোটেলের ঘরে! IPL তারকার সঙ্গে বলি নায়িকার 'রাতের' ছবিতে ঝড়! কী ঘটে সেদিন?

Last Updated:
IPL Scandal: প্রাইভেট পার্টিতে দেখা করেছিলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।
1/12
শুরু হয়ে গেছে এ বছর আইপিএল। আর তাতে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল চোখে পড়ছে অনেক দলেই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটানসের মতো দলের নেতৃত্ব বদল আলাদা মাত্রা যোগ করছে লড়াইয়ে। তবে, আইপিএল মানে তো শুধু ব্যাট-বলের খেলা নয়, বরং আরও রঙিন কিছু ছবি। যেমন আইপিএলের কথা এলেই এখনও আলোচনায় উঠে আসে এক তারকা ক্রিকেটারের সঙ্গে এক বলি অভিনেত্রীর হোটেলে রাত কাটানোর কাহিনি। যদিও সেই কাহিনি ঘটেছিল T20 বিশ্বকাপের সময়। কিন্তু আইপিএলের নাইট পার্টির কথা উঠলেই এই ঘটনার কথা ফিরে আসে।
শুরু হয়ে গেছে এ বছর আইপিএল। আর তাতে বেশ কিছু উল্লেখযোগ্য রদবদল চোখে পড়ছে অনেক দলেই। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটানসের মতো দলের নেতৃত্ব বদল আলাদা মাত্রা যোগ করছে লড়াইয়ে। তবে, আইপিএল মানে তো শুধু ব্যাট-বলের খেলা নয়, বরং আরও রঙিন কিছু ছবি। যেমন আইপিএলের কথা এলেই এখনও আলোচনায় উঠে আসে এক তারকা ক্রিকেটারের সঙ্গে এক বলি অভিনেত্রীর হোটেলে রাত কাটানোর কাহিনি। যদিও সেই কাহিনি ঘটেছিল T20 বিশ্বকাপের সময়। কিন্তু আইপিএলের নাইট পার্টির কথা উঠলেই এই ঘটনার কথা ফিরে আসে।
advertisement
2/12
প্রাইভেট পার্টিতে দেখা করেছিলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যেখানে নায়িকাকে নাকি আদর করে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছিলেন গেইল।
প্রাইভেট পার্টিতে দেখা করেছিলেন বলিউডি নায়িকা স্নেহা উল্লাল এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। যেখানে নায়িকাকে নাকি আদর করে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছিলেন গেইল।
advertisement
3/12
সলমানের নায়িকা স্নেহার বলেছিলেন, ‘‘প্রাইভেট পার্টিতে আমার সঙ্গে গেইলের দেখা হয়েছে। আমরা ফোন নম্বরও এক্সচেঞ্জ করেছি। ও তো আমাকে ‘হিউম্যান ডল’ বলেই ডাকছিল। ওর বলিউড-প্রীতির কথা শুনে অবাক হয়ে গিয়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে ক্রিস।’’
সলমানের নায়িকা স্নেহার বলেছিলেন, ‘‘প্রাইভেট পার্টিতে আমার সঙ্গে গেইলের দেখা হয়েছে। আমরা ফোন নম্বরও এক্সচেঞ্জ করেছি। ও তো আমাকে ‘হিউম্যান ডল’ বলেই ডাকছিল। ওর বলিউড-প্রীতির কথা শুনে অবাক হয়ে গিয়েছি। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে ক্রিস।’’
advertisement
4/12
ওই পার্টিতেই নাকি এক সঙ্গে গান গেয়েছেন তাঁরা। র‌্যাপ মিউজিকের সঙ্গে কোমরও দুলিয়েছেন! সব মিলিয়ে গেইল আবেশে মাত হয়েছিলেন স্নেহা।
ওই পার্টিতেই নাকি এক সঙ্গে গান গেয়েছেন তাঁরা। র‌্যাপ মিউজিকের সঙ্গে কোমরও দুলিয়েছেন! সব মিলিয়ে গেইল আবেশে মাত হয়েছিলেন স্নেহা।
advertisement
5/12
মাঠের বাইরে ক্রিস গেইলকে সবসময়ই পার্টি করতে দেখা যায়। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময়, শ্রীলঙ্কায় তাঁর হোটেলের ঘর থেকে তিন সন্দেহভাজন ব্রিটিশ যুবতীকে আপত্তিজনক অবস্থায় পাওয়া যায়। মনে করা হয়, তাদের হানিট্র্যাপের কারণে ব্যবহার করেছিল বুকিরা। তবে, ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষীরা তাদের ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছিল। গেইলও সেই যাত্রা বেঁচে গিয়েছিলেন।
মাঠের বাইরে ক্রিস গেইলকে সবসময়ই পার্টি করতে দেখা যায়। ২০১২ সালের টি২০ বিশ্বকাপের সময়, শ্রীলঙ্কায় তাঁর হোটেলের ঘর থেকে তিন সন্দেহভাজন ব্রিটিশ যুবতীকে আপত্তিজনক অবস্থায় পাওয়া যায়। মনে করা হয়, তাদের হানিট্র্যাপের কারণে ব্যবহার করেছিল বুকিরা। তবে, ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষীরা তাদের ধরে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছিল। গেইলও সেই যাত্রা বেঁচে গিয়েছিলেন।
advertisement
6/12
তারপরও গেইলের 'পার্টি অ্যানিম্য়াল' সত্ত্বা যায়নি। ৪ বছর পর বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের। তার ঠিক দুদিন আগের রাতেই তাঁকে মুম্বইয়ের এক হোটেলে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে।
তারপরও গেইলের 'পার্টি অ্যানিম্য়াল' সত্ত্বা যায়নি। ৪ বছর পর বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের। তার ঠিক দুদিন আগের রাতেই তাঁকে মুম্বইয়ের এক হোটেলে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী স্নেহা উল্লালের সঙ্গে।
advertisement
7/12
সলমন খানের 'লাকি: নো টাইম ফর লাভ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন স্নেহা। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মুখের মিল থাকায় অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু, বলিউডে বিশেষ সুবিধা করতে না পেরে, দক্ষিণী ছবিতেই মন দিয়েছেন।
সলমন খানের 'লাকি: নো টাইম ফর লাভ' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন স্নেহা। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মুখের মিল থাকায় অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন। কিন্তু, বলিউডে বিশেষ সুবিধা করতে না পেরে, দক্ষিণী ছবিতেই মন দিয়েছেন।
advertisement
8/12
এই 'সলমন গার্ল'ই গেইলের 'লাকি গার্ল' হয়ে উঠেছিলেন। স্নেহার সঙ্গে সময় কাটানোর দুদিন পরই টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। ১১ টি ছক্কায় মাত্র ৪৮ বলে করেছিলেন অপরাজিত ১০০ রান। ১৮২ রান করেই গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড।
এই 'সলমন গার্ল'ই গেইলের 'লাকি গার্ল' হয়ে উঠেছিলেন। স্নেহার সঙ্গে সময় কাটানোর দুদিন পরই টি২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করেছিলেন ক্রিস গেইল। ১১ টি ছক্কায় মাত্র ৪৮ বলে করেছিলেন অপরাজিত ১০০ রান। ১৮২ রান করেই গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড।
advertisement
9/12
স্নেহা গেইলের সঙ্গে তাঁর নতুন বন্ধুত্বের কথা স্বীকার করতে কোনও দ্বিধা করেননি। এমনকী গেইলের ওই আগ্রাসী ইনিংসের পর নিজেই গেইলের সঙ্গে তাঁর পার্টিতে কথোপকথনের একটি ছবি পোস্ট করে স্নেহা লিখেছিলেন, 'সবসময়ই আগ্রাসী'।
স্নেহা গেইলের সঙ্গে তাঁর নতুন বন্ধুত্বের কথা স্বীকার করতে কোনও দ্বিধা করেননি। এমনকী গেইলের ওই আগ্রাসী ইনিংসের পর নিজেই গেইলের সঙ্গে তাঁর পার্টিতে কথোপকথনের একটি ছবি পোস্ট করে স্নেহা লিখেছিলেন, 'সবসময়ই আগ্রাসী'।
advertisement
10/12
আর ওই পার্টির পরই স্নেহা গেইলের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'ক্রিস গেইলকে দেখুন, কাল রাতে ও কী কিউট ছিল। আমরা নাচলাম এবং আড্ডা দিলাম। একজন দারুণ মানুষ। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা রইল।' তবে পার্টি শুধু নাচ-আড্ডায় শেষ হয়েছিল, এমনটা অনেকেই মানেন না।
আর ওই পার্টির পরই স্নেহা গেইলের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে লেখেন, 'ক্রিস গেইলকে দেখুন, কাল রাতে ও কী কিউট ছিল। আমরা নাচলাম এবং আড্ডা দিলাম। একজন দারুণ মানুষ। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা রইল।' তবে পার্টি শুধু নাচ-আড্ডায় শেষ হয়েছিল, এমনটা অনেকেই মানেন না।
advertisement
11/12
ওই পার্টি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরেক সদস্য ডোয়াইন ব্রাভোর গান রিলিজের পার্টি। ডিজে ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানটি সেই রাতেই প্রকাশিত হয়েছিল। সেই পার্টিতে স্নেহা উল্লাল কী করে পৌঁছেছিলেন, তা আজও রহস্য।
ওই পার্টি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরেক সদস্য ডোয়াইন ব্রাভোর গান রিলিজের পার্টি। ডিজে ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানটি সেই রাতেই প্রকাশিত হয়েছিল। সেই পার্টিতে স্নেহা উল্লাল কী করে পৌঁছেছিলেন, তা আজও রহস্য।
advertisement
12/12
গেইলের সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তাঁর? স্নেহা বলেন, একজন অভিনেত্রী এবং একজন ক্রিকেটার মিলিত হলে যে ধরণের কথা হয় - ক্রিকেট, অভিনয়, নাচ এবং ভারত - এইসব নিয়েই কথা হয়েছিল তাঁদের। কিন্তু...
গেইলের সঙ্গে কী নিয়ে কথা হয়েছিল তাঁর? স্নেহা বলেন, একজন অভিনেত্রী এবং একজন ক্রিকেটার মিলিত হলে যে ধরণের কথা হয় - ক্রিকেট, অভিনয়, নাচ এবং ভারত - এইসব নিয়েই কথা হয়েছিল তাঁদের। কিন্তু...
advertisement
advertisement
advertisement