গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই ৩ দল আইপিএল ২০২৩-এর প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে। শেষ চারের জন্য বাকি আর একটি জায়গা।
2/ 6
রবিবার আইপিএলের সুপার সানডের শেষ ডবল হেডার। মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ এবং আরসিবি ও গুজরাত টাইটান্স। এই ২ ম্যাচের পরই চতুর্থ দল নিশ্চিৎ হবে প্লে অফের জন্য।
3/ 6
প্লে অফের একটি জায়গার জন্য লড়াই এখন তিন দলের। কারণ প্লে অফের দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে এখনও খাতায়-কলমে সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের।
4/ 6
বর্তমানে লিগ টেবিলে ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট -০.১২৮। আরাসিবি ও রাজস্থানের থেকে পিছিয়ে মুম্বই। ফলে শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে শুধু জিতলে হবে না। বড় ব্যবধাে জিততে হবে রোহিতদের।
5/ 6
অপরদিকে, ১৩ ম্যাচ ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। নেট রেন রেট +০.১৮০। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির। মুম্বই যদি বড় ব্যবধানে জেতে তখন আবার থাকবে রান রেটের হিসেবও।
6/ 6
আর যদি তৃতীয় দল যাক সম্ভাবনা সবথেকে ক্ষীণ তারা হল রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। নেট রান রেট +০.১৪৮। তাদের প্লে অফে যেতে হলে মুম্বইকে হারতে হবে আর আরসিবিকে হারতে হবে বড় ব্যবধানে।
IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
রবিবার আইপিএলের সুপার সানডের শেষ ডবল হেডার। মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ এবং আরসিবি ও গুজরাত টাইটান্স। এই ২ ম্যাচের পরই চতুর্থ দল নিশ্চিৎ হবে প্লে অফের জন্য।
IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
প্লে অফের একটি জায়গার জন্য লড়াই এখন তিন দলের। কারণ প্লে অফের দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে এখনও খাতায়-কলমে সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের।
IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
বর্তমানে লিগ টেবিলে ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট -০.১২৮। আরাসিবি ও রাজস্থানের থেকে পিছিয়ে মুম্বই। ফলে শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে শুধু জিতলে হবে না। বড় ব্যবধাে জিততে হবে রোহিতদের।
IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
অপরদিকে, ১৩ ম্যাচ ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। নেট রেন রেট +০.১৮০। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির। মুম্বই যদি বড় ব্যবধানে জেতে তখন আবার থাকবে রান রেটের হিসেবও।
IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
আর যদি তৃতীয় দল যাক সম্ভাবনা সবথেকে ক্ষীণ তারা হল রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। নেট রান রেট +০.১৪৮। তাদের প্লে অফে যেতে হলে মুম্বইকে হারতে হবে আর আরসিবিকে হারতে হবে বড় ব্যবধানে।