IPL 2024 Playoff Qualification Scenarios: একেবারে ঘেঁটে ঘ, আইপিএল প্লে অফের জট একেবারে জট পেকে গেছ, কারা যাবে শেষ চারে, রয়েছে কঠিন অঙ্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL Playoff 2024: প্লে অফে খেলার অঙ্ক ক্রমশই জটিল হচ্ছে৷ একদিন করে যাচ্ছে আর বদলে যাচ্ছে সব অঙ্ক৷
: আইপিএল ২০২৪-র লিগ পর্ব শেষ পর্যায়ে এসেছে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন ১১টি লিগ ম্যাচ বাকি। এখন পর্যন্ত প্লে-অফে খেলতে থাকা দলগুলির কারা সেই ছবি পরিষ্কার হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল দুটির নামের পাশেও এখনও গ্রিন টিক পড়েনি৷ ১৬ পয়েন্টে পৌঁছে থাকায় কার্যত তাদের জায়গা এখন নিশ্চিত বলা গেলেও তাদের নিচের দুই দল কারা হবে তা বোঝা মুশকিল। প্রতিযোগিতায় ৬টি দল রয়েছে যার মধ্যে ৩টি দলের পয়েন্ট সমান।
advertisement
advertisement
advertisement
প্লে-অফ সমস্যাটি কীভাবে জটিল হয়ে উঠেছেএক সপ্তাহ আগে পর্যন্ত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটাল্স দলগুলির জন্য পথটি সহজ বলে মনে হয়েছিল। শেষ ম্যাচে হারের পর চেন্নাই ও লখনউয়ের অবস্থা আরও খারাপ হয়েছে। শীর্ষ দলগুলির সমস্যা বাড়িয়ে দিল্লির জয় তার কাজ সহজ করে দিয়েছে। কলকাতা ও রাজস্থানের পর প্লে অফে মাত্র ২টি জায়গা বাকি। বর্তমানে তিনজনই সমান পয়েন্ট ফলে যে কেউ আউট হতে পারে।
advertisement
১২ পয়েন্টে তিন দলচেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টন্স দল ১২- করে পয়েন্টে রয়েছে। মহেন্দ্র সিং ধোনির দলকে এখন শেষ দুটি ম্যাচ খেলতে হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। বেঙ্গালুরু ও লখনউয়ের সঙ্গে লড়তে হবে দিল্লিকে। বিরাট কোহলির শীর্ষ ফর্ম বজায় থাকলে এবং তার দল বাকি ২টি ম্যাচ জিতলে চেন্নাই ও দিল্লির ১৬ পয়েন্টে পৌঁছানোর স্বপ্ন ভেঙে যাবে। লখনউ দলের কাছে হেরে গেলে ১৬ পয়েন্ট পাওয়ার আশাও ভেস্তে যাবে।
advertisement
advertisement