IPL Special Menu: গুজরাত থেকে হায়দরাবাদ, কলকাতা-দিল্লি-মুম্বই, সব জায়গার সেরা পদ নিয়ে হাজির কলকাতার নামজাদা ক্যাফের, খেলার সঙ্গে জোরদার খানা-পিনা! জমবে আইপিএলের মজা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গুজরাত থেকে লখনউ, হায়দরাবাদ থেকে দিল্লি, যে যে দল খেলছে সেই জায়গা ভিত্তিক কিছু না কিছু মেন আইটেম তুলে ধরা হচ্ছে ক্যাফের স্পেশ্যাল মেনুতে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাবের ডিরেক্টর জানাচ্ছেন যে আইপিএল শুধু মাত্র আর ক্রিকেট খেলায় সিমাবদ্ধ নেই৷ এটি একটি বৃহত্তর ব্যবসায় পরিণত হয়েছে যার মধ্যে খাবারও একটা বিশেষ অঙ্গ৷ আইপিএল-এ যেমন বিভিন্ন জায়গার বিভিন্ন দল রয়েছে, তেমনই আমরাও চেষ্টা করেছি আমাদের মেনুতে সেই দল বা জায়গার বিখ্যাত কিছু খাবার আমাদের গ্রাহকদের কাছে তুলে ধরার৷
advertisement
advertisement
কী কী থাকছে এই বিশেষ সময়? গুজরাতি বেসন চিল্লা চাট, চেন্নাই চিকেন চেট্ট্নাড, দিল্লি ওয়ালে মলাই কাবাব, মুম্বই স্পেশ্যাল রাওয়া ফ্রাই, বেঙ্গালুরু কিং ফিশ স্টিক, হয়দরাবাদি কিমা সমোসা, পঞ্জাবি তন্দুরি চিকেন, লখনউ শম্মি কাবাব, কলকাতা ফিশ রোল, রাজস্থানি ঘেওয়ার৷ নোনতা-মিষ্টি অর্থাৎ শুরু থেকে শেষ পাতের জন্য তৈরি এই আইপিএল মেনু!