IPL-এ কী যোগ্যতা থাকলে চিয়ারলিডার হওয়া যায়? বেতন থেকে বাড়তি সুবিধা জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দুরন্ত পারফরম্যান্সে নিলামে কোটি কোটি টাকা পেলেন ক্রিকেটরা৷ আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
advertisement
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process: চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
advertisement
advertisement
advertisement