Bengal Cricketers In Ipl Auction 2022: বাংলার পাঁচ ক্রিকেটারকে নিল না কেকেআর! নাইট সংসারে বাঙালিই নেই

Last Updated:
Ipl Auction 2022: শাকিব আল হাসান নেই। ফলে কেকেআরে আর বাঙালি কেউ নেই।
1/5
শাকিব আল হাসানের জন্য দল হাঁকায়নি কেউ। কেকেআর বাংলাদেশের অলরাউন্ডারকে রাখতে চায়নি। ফলে এবার নাইটদের সংসারে বাঙালি কেউ নেই। বাংলার পাঁচ ক্রিকেটারকে নেওয়ার জন্য সেভাবে আগ্রহও দেখায়নি কেকেআর। মহম্মদ শামিকে পাওয়ার জন্য কেকেআর নিলামে ঝাঁপিয়েছিল। তবে সবার শেষে আগ্রহ দেখানোয় লাভ হয়নি। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় শামিকে দলে নেয় গুজরাট টাইটানস।
শাকিব আল হাসানের জন্য দল হাঁকায়নি কেউ। কেকেআর বাংলাদেশের অলরাউন্ডারকে রাখতে চায়নি। ফলে এবার নাইটদের সংসারে বাঙালি কেউ নেই। বাংলার পাঁচ ক্রিকেটারকে নেওয়ার জন্য সেভাবে আগ্রহও দেখায়নি কেকেআর। মহম্মদ শামিকে পাওয়ার জন্য কেকেআর নিলামে ঝাঁপিয়েছিল। তবে সবার শেষে আগ্রহ দেখানোয় লাভ হয়নি। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় শামিকে দলে নেয় গুজরাট টাইটানস।
advertisement
2/5
নিলামের প্রথম দিনে প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন ও নীতিশ রানাকে দলে ফিরিয়েছে কেকেআর।  নতুন ক্রিকেটার হিসেবে বিশাল অঙ্কে নিয়েছে শ্রেয়স আইয়ারকে। এদিকে ২৫ লাখ টাকায় বাংলার পেসার ঈশান পোড়েলকে দলে নিয়েছে পঞ্জাব কিংস।
নিলামের প্রথম দিনে প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন ও নীতিশ রানাকে দলে ফিরিয়েছে কেকেআর। নতুন ক্রিকেটার হিসেবে বিশাল অঙ্কে নিয়েছে শ্রেয়স আইয়ারকে। এদিকে ২৫ লাখ টাকায় বাংলার পেসার ঈশান পোড়েলকে দলে নিয়েছে পঞ্জাব কিংস।
advertisement
3/5
২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজ আহমেদকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর বাংলার ক্রিকেটারদের দলে পাওয়ার ব্যাপারে কোনও আগ্রহই দেখায়নি।
২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজ আহমেদকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর বাংলার ক্রিকেটারদের দলে পাওয়ার ব্যাপারে কোনও আগ্রহই দেখায়নি।
advertisement
4/5
বাংলার বাকি চারজন ক্রিকেটার নিলামের প্রথম দিন দল পেলেও ঋদ্ধিমান সাহা অবিক্রিত থেকেছেন। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেকেআর। যদিও কেকেআরের উইকেটকিপারের প্রয়োজন রয়েছে। ফলে ঋদ্ধিকে কেকেআর নিতে পারে বলে অনেকে আশা করে আছেন এখনও।
বাংলার বাকি চারজন ক্রিকেটার নিলামের প্রথম দিন দল পেলেও ঋদ্ধিমান সাহা অবিক্রিত থেকেছেন। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেকেআর। যদিও কেকেআরের উইকেটকিপারের প্রয়োজন রয়েছে। ফলে ঋদ্ধিকে কেকেআর নিতে পারে বলে অনেকে আশা করে আছেন এখনও।
advertisement
5/5
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ লাখ টাকায় দলে নিয়েছে বাংলার আরেক বোলার আকাশ দীপকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ লাখ টাকায় দলে নিয়েছে বাংলার আরেক বোলার আকাশ দীপকে।
advertisement
advertisement
advertisement