Bengal Cricketers In Ipl Auction 2022: বাংলার পাঁচ ক্রিকেটারকে নিল না কেকেআর! নাইট সংসারে বাঙালিই নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl Auction 2022: শাকিব আল হাসান নেই। ফলে কেকেআরে আর বাঙালি কেউ নেই।
শাকিব আল হাসানের জন্য দল হাঁকায়নি কেউ। কেকেআর বাংলাদেশের অলরাউন্ডারকে রাখতে চায়নি। ফলে এবার নাইটদের সংসারে বাঙালি কেউ নেই। বাংলার পাঁচ ক্রিকেটারকে নেওয়ার জন্য সেভাবে আগ্রহও দেখায়নি কেকেআর। মহম্মদ শামিকে পাওয়ার জন্য কেকেআর নিলামে ঝাঁপিয়েছিল। তবে সবার শেষে আগ্রহ দেখানোয় লাভ হয়নি। ৬ কোটি ২৫ লক্ষ টাকায় শামিকে দলে নেয় গুজরাট টাইটানস।
advertisement
advertisement
advertisement
advertisement