সব ক্রেডিট বিরাটের, রজতকে কি কেউ কিছুই বললেন না ? চ্যাম্পিয়ন হওয়ার পর নিজে কী জানালেন RCB অধিনায়ক

Last Updated:
১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরশুমের শুরু থেকেই ট্রফি জেতার অন্যতম দাবিদার ছিল আরসিবিই । বোলিং, ব্যাটিং সব বিভাগেই নিজেদের মেলে ধরেছিলেন বিরাট-জশ হ্যাজলউডরা। তারকাখচিত এই টিমকে এক সুতোয় বেঁধেছেন এক তরুণ নেতা। তিনি আর কেউ নন, রজত পাতিদার।
1/6
পঞ্জাব কিংসকে হারিয়ে IPL ২০২৫-এর ট্রফি মঙ্গলবার জিততে সফল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ম্যাচের পর সবার ফোকাস ছিল বিরাট কোহলির উপরেই ৷ কারণ দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ৷ অবশেষে শাপমুক্তি বিরাট কোহলির ৷ তবে এত কিছুর মধ্যেও একজনের কথা না বললেই নয় ৷ তিনি হলেন আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার ৷ (Photo: AP)
পঞ্জাব কিংসকে হারিয়ে IPL ২০২৫-এর ট্রফি মঙ্গলবার জিততে সফল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ম্যাচের পর সবার ফোকাস ছিল বিরাট কোহলির উপরেই ৷ কারণ দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ৷ অবশেষে শাপমুক্তি বিরাট কোহলির ৷ তবে এত কিছুর মধ্যেও একজনের কথা না বললেই নয় ৷ তিনি হলেন আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার ৷ (Photo: AP)
advertisement
2/6
কিন্তু ম্যাচের পর এমন মনে হচ্ছিল যে এই জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান বিরাট কোহলিরই ছিল। কারণ জয়ের পর পুরো সময় ক্যামেরা বিরাট কোহলির উপরই ছিল। ক্রিকেটপ্রেমীদের মতে, ম্যানেজমেন্ট হয়তো ভুলে গিয়েছিল যে RCB কখনও ট্রফি জেতেনি ৷ এবং সেই দলই রজত পাতিদারের মতো তরুণ খেলোয়াড়ের নেতৃত্বে এবার সেটা করে দেখিয়েছে। (Photo: AP)
কিন্তু ম্যাচের পর এমন মনে হচ্ছিল যে এই জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান বিরাট কোহলিরই ছিল। কারণ জয়ের পর পুরো সময় ক্যামেরা বিরাট কোহলির উপরই ছিল। ক্রিকেটপ্রেমীদের মতে, ম্যানেজমেন্ট হয়তো ভুলে গিয়েছিল যে RCB কখনও ট্রফি জেতেনি ৷ এবং সেই দলই রজত পাতিদারের মতো তরুণ খেলোয়াড়ের নেতৃত্বে এবার সেটা করে দেখিয়েছে। (Photo: AP)
advertisement
3/6
এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলেন, “আমার মতে বিরাট অন্য কারও চেয়ে বেশি এই ক্রেডিটের যোগ্য। বিরাট কোহলি এবং সমস্ত ফ্যান যারা সমর্থন করেছেন – ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ, যেভাবে তারা খেলোয়াড়দের সমর্থন করেছেন। তা অসাধারণ ছিল। আমি ফ্যানদের জন্য শুধু একটি লাইন বলতে চাই। ‘ই সালা কাপ নামদু’। আমার জন্য এটা বড় সুযোগ ছিল এবং আমি অনেক কিছু শিখেছি। এই সম্মানের সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি অবশ্যই বিরাট কোহলি।” (Photo: AP)
এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলেন, “আমার মতে বিরাট অন্য কারও চেয়ে বেশি এই ক্রেডিটের যোগ্য। বিরাট কোহলি এবং সমস্ত ফ্যান যারা সমর্থন করেছেন – ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ, যেভাবে তারা খেলোয়াড়দের সমর্থন করেছেন। তা অসাধারণ ছিল। আমি ফ্যানদের জন্য শুধু একটি লাইন বলতে চাই। ‘ই সালা কাপ নামদু’। আমার জন্য এটা বড় সুযোগ ছিল এবং আমি অনেক কিছু শিখেছি। এই সম্মানের সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি অবশ্যই বিরাট কোহলি।” (Photo: AP)
advertisement
4/6
১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরশুমের শুরু থেকেই ট্রফি জেতার অন্যতম দাবিদার ছিল আরসিবিই । বোলিং, ব্যাটিং সব বিভাগেই নিজেদের মেলে ধরেছিলেন বিরাট-জশ হ্যাজলউডরা। তারকাখচিত এই টিমকে এক সুতোয় বেঁধেছেন এক তরুণ নেতা। তিনি আর কেউ নন, রজত পাতিদার। সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া — রজতের ক্যাপ্টেন্সির খুঁটিনাটিতে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। (Photo: AP)
১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মরশুমের শুরু থেকেই ট্রফি জেতার অন্যতম দাবিদার ছিল আরসিবিই । বোলিং, ব্যাটিং সব বিভাগেই নিজেদের মেলে ধরেছিলেন বিরাট-জশ হ্যাজলউডরা। তারকাখচিত এই টিমকে এক সুতোয় বেঁধেছেন এক তরুণ নেতা। তিনি আর কেউ নন, রজত পাতিদার। সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া — রজতের ক্যাপ্টেন্সির খুঁটিনাটিতে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। (Photo: AP)
advertisement
5/6
তাঁরা বলছেন, এই রজত লম্বা রেসের ঘোড়া। হয়তো তিনি বিরাটের ছাঁয়ায় ঢাকা পড়ে গিয়েছেন, কিন্তু রজত যে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি ছিলেন, সেটা প্রমাণ করে দিয়েছেন এই আইপিএলে। সাফল্যের রসায়নে উঠে আসে অনেক কিছুই। ঠিক যেমন উঠে আসছেন রজত পাতিদার। আরসিবির এই ক্যাপ্টেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের এক ক্রিকেট কর্তা। তিনি আর কেউ নন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়াও। (Photo: AP)
তাঁরা বলছেন, এই রজত লম্বা রেসের ঘোড়া। হয়তো তিনি বিরাটের ছাঁয়ায় ঢাকা পড়ে গিয়েছেন, কিন্তু রজত যে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি ছিলেন, সেটা প্রমাণ করে দিয়েছেন এই আইপিএলে। সাফল্যের রসায়নে উঠে আসে অনেক কিছুই। ঠিক যেমন উঠে আসছেন রজত পাতিদার। আরসিবির এই ক্যাপ্টেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের এক ক্রিকেট কর্তা। তিনি আর কেউ নন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান সিন্ধিয়াও। (Photo: AP)
advertisement
6/6
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আইপিএলে কাপ জিততে বেঙ্গালুরুর ১৮ বছর লেগেছে। মধ্যপ্রদেশের একজন বেঙ্গালুরুকে আইপিএল ট্রফি জেতাল। রজত পাতিদার, তুমি একজন সত্যিকারের নেতা! অভিনন্দন টিম বেঙ্গালুরু!’’ (Photo: AP)
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আইপিএলে কাপ জিততে বেঙ্গালুরুর ১৮ বছর লেগেছে। মধ্যপ্রদেশের একজন বেঙ্গালুরুকে আইপিএল ট্রফি জেতাল। রজত পাতিদার, তুমি একজন সত্যিকারের নেতা! অভিনন্দন টিম বেঙ্গালুরু!’’ (Photo: AP)
advertisement
advertisement
advertisement