IPL 2025: করোনার হানা আইপিএলে! তারকা ক্রিকেটার আক্রান্ত, আবার কি টুর্নামেন্ট বন্ধ!

Last Updated:
Travis Head- সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, তাঁদের দলের তারকা ক্রিকেটার ট্রাভিস হেড করোনায় আক্রান্ত।
1/5
বিজ্ঞানীরা আগেই বলেছিলেন, করোনাভাইরাল ফিরে ফিরে আসবে। তবে তাঁরা এটাও বলেছিলেন, হয় করোনা শক্তি হারাবে, আর না হলে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য ইমিনিউনিটি বেড়ে যাবে মানুষের। বাস্তবে দেখা যাচ্ছে সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল।
বিজ্ঞানীরা আগেই বলেছিলেন, করোনাভাইরাল ফিরে ফিরে আসবে। তবে তাঁরা এটাও বলেছিলেন, হয় করোনা শক্তি হারাবে, আর না হলে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য ইমিনিউনিটি বেড়ে যাবে মানুষের। বাস্তবে দেখা যাচ্ছে সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল।
advertisement
2/5
এখনও পর্যন্ত আইপিএল মাঝপথে বন্ধ হয়েছে দুবার। প্রথমবার হয়েছিল করোনার প্রভাবে। দ্বিতীয়বার ভারত-পাকিস্তান সংঘাতের জেরে। এবার এমনিতেই আইপিএল বন্ধ হয়েছে। আবারও কি  টুর্নামেন্ট বন্ধ হওয়ার পথে! কারণ আরও একবার করোনার হানা আইপিএলে।
এখনও পর্যন্ত আইপিএল মাঝপথে বন্ধ হয়েছে দুবার। প্রথমবার হয়েছিল করোনার প্রভাবে। দ্বিতীয়বার ভারত-পাকিস্তান সংঘাতের জেরে। এবার এমনিতেই আইপিএল বন্ধ হয়েছে। আবারও কি টুর্নামেন্ট বন্ধ হওয়ার পথে! কারণ আরও একবার করোনার হানা আইপিএলে।
advertisement
3/5
সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, তাঁদের দলের তারকা ক্রিকেটার ট্রাভিস হেড করোনায় আক্রান্ত। এশিয়ার একাধিক দেশে করোনার সংক্রমণ যে বেড়েছে, তা গত কয়েকদিনে জানা গিয়েছে। আর এবার করোনার হানা আইপিএলে।
সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি জানিয়েছেন, তাঁদের দলের তারকা ক্রিকেটার ট্রাভিস হেড করোনায় আক্রান্ত। এশিয়ার একাধিক দেশে করোনার সংক্রমণ যে বেড়েছে, তা গত কয়েকদিনে জানা গিয়েছে। আর এবার করোনার হানা আইপিএলে।
advertisement
4/5
হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর হইচই ফেলেছে আইপিএলে। গত বারের ফাইনালিস্ট ছিল হায়দরাবাদ। তবে প্লে-অফের দৌড় থেকে এবার তারা ছিটকে গিয়েছে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর হেড এবং প্যাট কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন। আর তার পরই হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর।
হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর হইচই ফেলেছে আইপিএলে। গত বারের ফাইনালিস্ট ছিল হায়দরাবাদ। তবে প্লে-অফের দৌড় থেকে এবার তারা ছিটকে গিয়েছে। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর হেড এবং প্যাট কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন। আর তার পরই হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর।
advertisement
5/5
লখনউয়ের বিরুদ্ধে সোমবারের ম্যাচে জিতেছে সানরাইজার্স। তবে ট্রাভিস হেড খেলেননি। তাঁকে ছাড়াও জিতেছে দল। তবে হেড দলে থাকলে বাড়তি আত্মবিশ্বাস পায় দল, এটা বলাই যায়। কারণ তিনি বরাবর দলকে শুরুতেই ভাল জায়গায় দাঁড় করিয়ে দেন।
লখনউয়ের বিরুদ্ধে সোমবারের ম্যাচে জিতেছে সানরাইজার্স। তবে ট্রাভিস হেড খেলেননি। তাঁকে ছাড়াও জিতেছে দল। তবে হেড দলে থাকলে বাড়তি আত্মবিশ্বাস পায় দল, এটা বলাই যায়। কারণ তিনি বরাবর দলকে শুরুতেই ভাল জায়গায় দাঁড় করিয়ে দেন।
advertisement
advertisement
advertisement