২০ বছর পর শাহরুখ-প্রিয়াঙ্কাকে 'কাছে' আনবে কলকাতা! ২২ মার্চ সন্ধে হবে জমজমাট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2025 opening ceremony- কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে প্রথম ম্যাচ। শাহরুখ খান ইডেনে প্রথম ম্যাচে কেকেআরকে সমর্থন করতে থাকবেন। সলমান থাকবেন সিকন্দর সিনেমার প্রমোশনে।
advertisement
advertisement
এবার কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ। বলিউড অন্দরমহলের সূত্রে খবর, একে-অপরকে এড়িয়ে যাওয়ার জন্যই ভিন্ন সময়ে পার্টিতে যোগ দেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। ফলে প্রায় দীর্ঘ ২০ বছর তাঁদের দেখা হয়নি। তবে এবার আইপিএল আবার দুজনকে কাছাকাছি আনতে পারে। এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো। সলমান খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানিদের দেখা যাবে।
advertisement
advertisement
advertisement