Andre Russell Wife: শাহরুখ খানও এই সুন্দরীর ফ্যান! আন্দ্রে রাসেলের স্ত্রী, পেশায় তিনি সুপার মডেল!

Last Updated:
যে কোনও পরিস্থিতিতে জেসিম লরা স্বামীর পাশে থাকেন। এমনকী আন্দ্রে রাসেলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরকেও কড়া ভাষায় জবাব দেন।
1/7
আন্দ্রে রাসেলের স্ত্রী ইনি। দেখার মতো সুন্দরী। পেশায় সুপারমডেল। যে কোনও পরিস্থিতিতে জেসিম লরা স্বামীর পাশে থাকেন। এমনকী স্বামীর জন্য নেটিজেনদের কড়া ভাষায় জবাবও দেন তিনি।
আন্দ্রে রাসেলের স্ত্রী ইনি। দেখার মতো সুন্দরী। পেশায় সুপারমডেল। যে কোনও পরিস্থিতিতে জেসিম লরা স্বামীর পাশে থাকেন। এমনকী স্বামীর জন্য নেটিজেনদের কড়া ভাষায় জবাবও দেন তিনি।
advertisement
2/7
একটা সময় রাসেল বলেছিলেন, তিনি যে কোনও ম্যাচে ভাল পারফর্ম করে তাঁর স্ত্রীর মন ভাল করে দিতে চান। সেই কাজটা তিনি এখনও করে চলেছেন। আর বরাবর স্ত্রী তাঁকে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করে চলেছেন। এবার আইপিএলের শুরুতে কেকেআরের জার্সিতে ভাল খেলতে পারছিলেন না রাসেল। কবে টুর্নামেন্ট গড়াতেই তিনি ফর্মে ফেরেন।
একটা সময় রাসেল বলেছিলেন, তিনি যে কোনও ম্যাচে ভাল পারফর্ম করে তাঁর স্ত্রীর মন ভাল করে দিতে চান। সেই কাজটা তিনি এখনও করে চলেছেন। আর বরাবর স্ত্রী তাঁকে ভাল খেলার জন্য উদ্বুদ্ধ করে চলেছেন। এবার আইপিএলের শুরুতে কেকেআরের জার্সিতে ভাল খেলতে পারছিলেন না রাসেল। কবে টুর্নামেন্ট গড়াতেই তিনি ফর্মে ফেরেন।
advertisement
3/7
নাম জেসিম লরা মিয়ামির সুপারমডেল। তবে মা হওয়ার পর তিনি পেশার জগত থেকে কিছুটা দূরে রয়েছেন। জেসিমকে আইপিএলের সময় মাঠেও দেখা যায় না। ফলে রাসেল ভক্তদের জেমিসকে নিয়ে কৌতুহলের শেষ নেই।
 জেসিম লরা মিয়ামির সুপারমডেল। তবে মা হওয়ার পর তিনি পেশার জগত থেকে কিছুটা দূরে রয়েছেন। জেসিমকে আইপিএলের সময় মাঠেও দেখা যায় না। ফলে রাসেল ভক্তদের জেমিসকে নিয়ে কৌতুহলের শেষ নেই।
advertisement
4/7
জেসিম লরা ও আন্দ্রে রাসেল দীর্ঘদিন ধরে পরস্পরকে চেনেন। ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের ৪ বছর পর কন্যাসন্তানের মা-বাবা হন জেসিম ও রাসেল। সুখের সংসার তাঁদের।
জেসিম লরা ও আন্দ্রে রাসেল দীর্ঘদিন ধরে পরস্পরকে চেনেন। ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের ৪ বছর পর কন্যাসন্তানের মা-বাবা হন জেসিম ও রাসেল। সুখের সংসার তাঁদের।
advertisement
5/7
রাসেলকে সমর্থন জোগানের জন্য জেসিম খুব যে মাঠে আসেন তা কিন্তু নয়। তবে যেদিন আসেন স্বামীর জন্য সবটা উজাড় করে সমর্থন জোগান জেসিম। তবে এখন তাঁকে খুবই কম দেখা যায় ক্রিকেট মাঠে। আইপিএলে তাঁকে হাতে গোনা কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে।
রাসেলকে সমর্থন জোগানের জন্য জেসিম খুব যে মাঠে আসেন তা কিন্তু নয়। তবে যেদিন আসেন স্বামীর জন্য সবটা উজাড় করে সমর্থন জোগান জেসিম। তবে এখন তাঁকে খুবই কম দেখা যায় ক্রিকেট মাঠে। আইপিএলে তাঁকে হাতে গোনা কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে।
advertisement
6/7
যে কোনও পরিস্থিতিতে জেসিম স্বামীর পাশে থাকেন। এমনকী রাসেলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরকেও কড়া ভাষায় জবাব দেন।
যে কোনও পরিস্থিতিতে জেসিম স্বামীর পাশে থাকেন। এমনকী রাসেলের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরকেও কড়া ভাষায় জবাব দেন।
advertisement
7/7
রাসেলের প্রতি তাঁর সমর্থন দেখে একবার শাহরুখ খানও বলেছিলেন, তিনি জেসিমের ফ্যান। এদিকে, কেকেআরে রিঙ্কু সিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জেসিমের। রিঙ্কুকে তিনি বেস্টি বলে ডাকেন।
রাসেলের প্রতি তাঁর সমর্থন দেখে একবার শাহরুখ খানও বলেছিলেন, তিনি জেসিমের ফ্যান। এদিকে, কেকেআরে রিঙ্কু সিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জেসিমের। রিঙ্কুকে তিনি বেস্টি বলে ডাকেন।
advertisement
advertisement
advertisement