IPL 2025 KKR vs DC: তিন ম্যাচ পরে জয়ে ফিরল কলকাতা! নারিন ধামাকায় বেঁচে রইল প্লেঅফের স্বপ্ন

Last Updated:
IPL 2025 KKR vs DC: ২০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর ৬০ রানের মধ্যে নায়ার, রাহুল আউট হলে বিপাকে পড়ে দিল্লি। শেষ পর্যন্ত ১৪ রানে জিতল কলকাতা।
1/4
২০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর ৬০ রানের মধ্যে নায়ার, রাহুল আউট হলে বিপাকে পড়ে দিল্লি।
২০৫ রান তাড়া করতে নেমে শুরুতেই অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর ৬০ রানের মধ্যে নায়ার, রাহুল আউট হলে বিপাকে পড়ে দিল্লি।
advertisement
2/4
তারপরে ম্যাচের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ডুপ্লেসি। চোট নিয়ে ২৩ বলে ৪৩ রানের মারকাটারি ইনিংস খেলেন অক্ষর। ডুপ্লেসি আউট হন ৪৫ বলে ৬২ করে।
তারপরে ম্যাচের হাল ধরেন অক্ষর প্যাটেল এবং ডুপ্লেসি। চোট নিয়ে ২৩ বলে ৪৩ রানের মারকাটারি ইনিংস খেলেন অক্ষর। ডুপ্লেসি আউট হন ৪৫ বলে ৬২ করে।
advertisement
3/4
দিল্লি যখন ম্যাচে জাঁকিয়ে বসছে তখন পরপর তিনটি উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান নারিন। ৪ ওভার বল করে ৩টি উইকেট ২৯ রান দেন নারিন। ফিল্ডার হিসাবে একটি ক্যাচ এবং একটি রান আউটও করেন।
দিল্লি যখন ম্যাচে জাঁকিয়ে বসছে তখন পরপর তিনটি উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান নারিন। ৪ ওভার বল করে ৩টি উইকেট ২৯ রান দেন নারিন। ফিল্ডার হিসাবে একটি ক্যাচ এবং একটি রান আউটও করেন।
advertisement
4/4
এর পর ১৭তম ওভারে পরপর ২ বলে ২ উইকেট নিয়ে কলকাতাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান বরুণ চক্রবর্তী। শেষ দিকে দিল্লির ভিপরাজ লড়াই করলেও ১৪ রানে জিতল কলকাতা।
এর পর ১৭তম ওভারে পরপর ২ বলে ২ উইকেট নিয়ে কলকাতাকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান বরুণ চক্রবর্তী। শেষ দিকে দিল্লির ভিপরাজ লড়াই করলেও ১৪ রানে জিতল কলকাতা।
advertisement
advertisement
advertisement