IPL 2025 Captains: একের পর এক দলে অধিনায়ক বদল! আইপিএলের ১০ দলের অধিনায়ক হচ্ছেন 'এরা'! কেকেআর দেবে মহাচমক!

Last Updated:
IPL 2025 Captains List of predicted captains of 10 teams: আইিপএল ২০২৫-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ১০ দলের অধিনায়ক কারা হচ্ছে তা নিয়ে চলছে জোর জল্পনা।
1/11
আইিপএল ২০২৫-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবে সেই সকল দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা। কারা হতে চলেছে ১০ দলের অধিনায়ক? তালিকায় রয়েছে বড় চমক।
আইিপএল ২০২৫-এর মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল গড়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। বেশিরভাগ দলেই হয়েছে বড় পরিবর্তন। কারা হবে সেই সকল দলের অধিনায়ক তা নিয়ে জোর জল্পনা। কারা হতে চলেছে ১০ দলের অধিনায়ক? তালিকায় রয়েছে বড় চমক।
advertisement
2/11
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনির ছেড়ে যাওয়ার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। তাঁকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিও। ধোনির ছত্রছায়ায় এবার তাঁকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনির ছেড়ে যাওয়ার আসনে গতবার থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়। তাঁকে সময় দিতে চায় ফ্র্যাঞ্চাইজিও। ধোনির ছত্রছায়ায় এবার তাঁকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে।
advertisement
3/11
মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বই গতবার গুজরাত থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত-হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল। এবার আর তা নেই। মুম্বইকেসএবারও নেতৃত্ব দেবেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বই গতবার গুজরাত থেকে দলে ফিরিয়ে অধিনায়ক করেছিল হার্দিক পান্ডিয়াকে। গত মরশুমে রোহিত-হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল। এবার আর তা নেই। মুম্বইকেসএবারও নেতৃত্ব দেবেন হার্দিক।
advertisement
4/11
আরসিবি: নিলামে সম্পুর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মত খুব একটা বড় নাম নেই। তাই ফের আরসিবির নেতা হতে পারে কোহলি।
আরসিবি: নিলামে সম্পুর্ণ নতুন করে দল গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার আরসিবি দলে বিরাট কোহলি ছাড়া অধিনায়ক হওয়ার মত খুব একটা বড় নাম নেই। তাই ফের আরসিবির নেতা হতে পারে কোহলি।
advertisement
5/11
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল লখনউ ছাড়ার পর অনেকেই মনে করেছিল রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পন্থই এগিয়ে লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল লখনউ ছাড়ার পর অনেকেই মনে করেছিল রিটেন হওয়া নিকোলাস পুরান এবার এলএসজির অধিনায়ক হবেন। তবে নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এখন পন্থই এগিয়ে লখনউ অধিনায়ক হওয়ার দৌড়ে।
advertisement
6/11
দিল্লি ক্যাপিটালস: একদিকে নিলামে পন্থ যখন দিল্লি ছেড়ে লখনউতে গিয়েছেন, অপরদিকে এলএসজি ছাড়া কেএল রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে। ফলে দিল্লি অধিনায়ক হতে পারেন কেএল রাহুল।
দিল্লি ক্যাপিটালস: একদিকে নিলামে পন্থ যখন দিল্লি ছেড়ে লখনউতে গিয়েছেন, অপরদিকে এলএসজি ছাড়া কেএল রাহুলকে কিনেছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লি রাহুলকে যোগ্য সম্মান দেবে বলেও জানিয়েছে। ফলে দিল্লি অধিনায়ক হতে পারেন কেএল রাহুল।
advertisement
7/11
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার সানরাইডার্স হায়দরাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার সানরাইডার্স হায়দরাবাদের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এবারও আইপিএলে অজি অধিনায়কই অরেঞ্জ আর্মির লিডার হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
8/11
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিল নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া ছেড়ে দেওয়ার পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন অপর তারকা ব্যাটার শুভমান গিল। এবার দলের অধিনায়ক হিসেবে গিল নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
advertisement
9/11
পঞ্জাব কিংস: নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তারমধ্যে রয়েছে কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই।
পঞ্জাব কিংস: নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল পঞ্জাব কিংস। একাধিক সুপারস্টারকে তারা দলে সামিল করেছে। তারমধ্যে রয়েছে কেকেআর ছেড়ে আসা শ্রেয়স আইয়ারও। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই।
advertisement
10/11
রাজস্থান রয়্যালস: বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ফলে এবার সঞ্জুই হতে চলেছে রাজস্থান রয়্যালসের নেতা।
রাজস্থান রয়্যালস: বিগত কয়েক মরশুম ধরেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সঞ্জু স্যামসন। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। ফলে এবার সঞ্জুই হতে চলেছে রাজস্থান রয়্যালসের নেতা।
advertisement
11/11
কেকেআর: কেকেআরকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তাদের পরিবর্তি অধিনায়ক কে হবেন? দলে তেমন কোনও মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অজিঙ্কে রাহানের মধ্যে একজনকে করা হতে পারে অধিনায়ক। অভিজ্ঞতার নিরিখে রাহানে এগিয়ে থাকলেও তাঁর নিজের ব্যাটিং ফর্ম কেমন সেটাও বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
কেকেআর: কেকেআরকে নিয়ে সবথেকে বেশি জল্পনা তাদের পরিবর্তি অধিনায়ক কে হবেন? দলে তেমন কোনও মহাতারকা না থাকলেও মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং ও অজিঙ্কে রাহানের মধ্যে একজনকে করা হতে পারে অধিনায়ক। অভিজ্ঞতার নিরিখে রাহানে এগিয়ে থাকলেও তাঁর নিজের ব্যাটিং ফর্ম কেমন সেটাও বড় প্রশ্ন। ফলে ভেঙ্কটেশ আইয়ার এগিয়ে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement