Cricketer Love Story: লুকিয়েই চলছিল প্রেম পর্ব, কেকেআরের জার্সিতে ঝকমকে পারফরম্যান্সের পরেই ফ্লাইং কিস, সামনে এল তারকা ক্রিকেটারের প্রেম কাহিনী

Last Updated:
IPL 2024: আইপিএলের মধ্যেই জমজমাট প্রেম, শো অফ হল প্রকাশ্যেই
1/6
KKR-র সময়টা বেশ ভালই যাচ্ছে৷ আইপিএল ২০২৪-র পরপর দুটো ম্যাচে জয়, তারপর রবিবারের ম্যাচে সিএসকে-র হারের পর পয়েন্ট টেবলে এক নম্বর৷ দলের মেজাজ একেবারে উ-লা-লা৷ দলের ক্রিকেটাররাও সকলেই নিজের দায়িত্ব ভালভাবে পালন করছেন৷ তারমধ্যে কেকেআরের অন্যতম দায়িত্বশীল নাইট ভেঙ্কটেশ আইয়ার৷ যিনি  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিরুদ্ধে ঝক্কাস পারফরম্যান্স করেন এবং দল হোস্ট টিমকে ৭ উইকেটে পরাজিত করেছিল।
KKR-র সময়টা বেশ ভালই যাচ্ছে৷ আইপিএল ২০২৪-র পরপর দুটো ম্যাচে জয়, তারপর রবিবারের ম্যাচে সিএসকে-র হারের পর পয়েন্ট টেবলে এক নম্বর৷ দলের মেজাজ একেবারে উ-লা-লা৷ দলের ক্রিকেটাররাও সকলেই নিজের দায়িত্ব ভালভাবে পালন করছেন৷ তারমধ্যে কেকেআরের অন্যতম দায়িত্বশীল নাইট ভেঙ্কটেশ আইয়ার৷ যিনি  এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র বিরুদ্ধে ঝক্কাস পারফরম্যান্স করেন এবং দল হোস্ট টিমকে ৭ উইকেটে পরাজিত করেছিল।
advertisement
2/6
এবারের আইপিএলে কেকেআরের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ছন্দের ছাপ দেখিয়েছেন সেই ধারা যদি বজায় রাখতে পারেন তাহলে এ মরশুমে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন তিনি৷
এবারের আইপিএলে কেকেআরের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি ছন্দের ছাপ দেখিয়েছেন সেই ধারা যদি বজায় রাখতে পারেন তাহলে এ মরশুমে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার হতে পারেন তিনি৷
advertisement
3/6
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে, ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০০০ রান পূর্ণ করেছিলেন।
advertisement
4/6
ভেঙ্কটেশ আইয়ার জাতীয় দলের জার্সিতে খেললেও গত ২ বছর ধরে দলে জায়গা পাননি৷ এদিকে চুপচাপ স্বভাবের বেঙ্কটেশ আইয়ার নিজের প্রেম জীবনকে সকলের সামনে আনলেন মাঠেই৷
ভেঙ্কটেশ আইয়ার জাতীয় দলের জার্সিতে খেললেও গত ২ বছর ধরে দলে জায়গা পাননি৷ এদিকে চুপচাপ স্বভাবের বেঙ্কটেশ আইয়ার নিজের প্রেম জীবনকে সকলের সামনে আনলেন মাঠেই৷
advertisement
5/6
আরসিবি-র বিরুদ্ধে পঞ্চাশ  করার পরে, ভেঙ্কটেশ তাঁর  মাইলফলককে মনে রাখার জন্য একটি চুম্বন ছুঁড়েছিলেন। পরে জানা যায় এই ফ্লাইং কিস ছিল তাঁর বাগদত্তার জন্য৷  তিনি জানান তাঁর প্রেমিকা শ্রুতি সেদিন আরসিবি বনাম কেকেআর ম্যাচে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং চুম্বনটি তাঁর জন্য ছিল।
আরসিবি-র বিরুদ্ধে পঞ্চাশ  করার পরে, ভেঙ্কটেশ তাঁর  মাইলফলককে মনে রাখার জন্য একটি চুম্বন ছুঁড়েছিলেন। পরে জানা যায় এই ফ্লাইং কিস ছিল তাঁর বাগদত্তার জন্য৷  তিনি জানান তাঁর প্রেমিকা শ্রুতি সেদিন আরসিবি বনাম কেকেআর ম্যাচে  স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং চুম্বনটি তাঁর জন্য ছিল।
advertisement
6/6
তবে  শ্রুতি ও বেঙ্কটেশ আইয়ারের প্রেমের মাখোমাখো গল্পটা অবশ্য এখনও সযত্নে আড়াল করে রেখছেন দু'পক্ষই৷  ফলে   সম্পর্কে খুব বেশি তথ্য নেই এমনকি কীভাবে তিনি ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাও এখনও ধোঁয়াশা৷ শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিং) করেছেন।
তবে  শ্রুতি ও বেঙ্কটেশ আইয়ারের প্রেমের মাখোমাখো গল্পটা অবশ্য এখনও সযত্নে আড়াল করে রেখছেন দু'পক্ষই৷  ফলে   সম্পর্কে খুব বেশি তথ্য নেই এমনকি কীভাবে তিনি ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে দেখা করেছিলেন তাও এখনও ধোঁয়াশা৷ শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্সিং) করেছেন।
advertisement
advertisement
advertisement