IPL 2024: টসের জন্য আলাদা অনুশীলন করছেন আইপিএল অধিনায়ক, ব্যাপারটা কী

Last Updated:
IPL 2024: ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই টস হেরেছেন তিনি। চাপে পড়ে বাধ্য হয়ে এখন অনুশীলনে আলাদা করে টস অনুশীলন করছেন তারকা ক্রিকেটার।
1/5
এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
advertisement
2/5
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
advertisement
3/5
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
advertisement
4/5
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
advertisement
5/5
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"
advertisement
advertisement
advertisement