KKR vs RCB: ১৪৩৯ দিন পর ইডেনে কেকেআর ম্যাচ, কলকাতা সেজে উঠেছে স্পেশাল সাজে, রইল ছবি

Last Updated:
IPL 2023 KKR vs RCB: কোভিড অতিমারীর পর দীর্ঘ সময় ইডেনে হয়নি আইপিএলের ম্যাচ। দীর্ঘ ১৪৩৯ দিন পর কেকেআরের হোম কামিং। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর।
1/6
কোভিড অতিমারীর পর দীর্ঘ সময় ইডেনে হয়নি আইপিএলের ম্যাচ। দীর্ঘ ১৪৩৯ দিন পর কেকেআরের হোম কামিং। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর।
কোভিড অতিমারীর পর দীর্ঘ সময় ইডেনে হয়নি আইপিএলের ম্যাচ। দীর্ঘ ১৪৩৯ দিন পর কেকেআরের হোম কামিং। সেই উপলক্ষ্যে সেজে উঠেছে গোটা শহর।
advertisement
2/6
শহরের রাস্তা-ঘাট, ব্রিজ থেক শুরু করে অলি-গলি সবকিছুই যেন কেকেআর-ময়। যেদিকেই তাকাবেন বড় বড় কাটআউট আর হোর্ডিং।
শহরের রাস্তা-ঘাট, ব্রিজ থেক শুরু করে অলি-গলি সবকিছুই যেন কেকেআর-ময়। যেদিকেই তাকাবেন বড় বড় কাটআউট আর হোর্ডিং।
advertisement
3/6
গোটা ইডেন গার্ডেন্সেকে সাজিয়ে তোলা হয়েছে। ইডেনের সামনে মেইন গেটের সামনে লাগানো হয়েছে কেকেআরের বিশাল বড় কাট আউট।
গোটা ইডেন গার্ডেন্সেকে সাজিয়ে তোলা হয়েছে। ইডেনের সামনে মেইন গেটের সামনে লাগানো হয়েছে কেকেআরের বিশাল বড় কাট আউট।
advertisement
4/6
এছাড়া শহরের নামকরা সাত তারা হোটেলকে সাজিয়ে তোলা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের রঙে। রাতের কলকতার রাজপথ পথ থেকে যা দেখতে অপূর্ব লাগছে।
এছাড়া শহরের নামকরা সাত তারা হোটেলকে সাজিয়ে তোলা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের রঙে। রাতের কলকতার রাজপথ পথ থেকে যা দেখতে অপূর্ব লাগছে।
advertisement
5/6
কেকেআরের বেগুনী রঙে রাঙিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজকেও। রাতের গঙ্গাবক্ষ থেকে বেগুনী আলোতে সজ্জিত হাওডডা ব্রিজকে দেখতে অপূর্ব দেখায়।
কেকেআরের বেগুনী রঙে রাঙিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রিজকেও। রাতের গঙ্গাবক্ষ থেকে বেগুনী আলোতে সজ্জিত হাওডডা ব্রিজকে দেখতে অপূর্ব দেখায়।
advertisement
6/6
কলকাতা মেট্রোকেও সাজিয়ে তোলা হয়েছে কেকেআরে রঙ ও স্টিকারে। গোটা কলকাতা তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে পার্পল হযে উঠেছে।
কলকাতা মেট্রোকেও সাজিয়ে তোলা হয়েছে কেকেআরে রঙ ও স্টিকারে। গোটা কলকাতা তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে পার্পল হযে উঠেছে।
advertisement
advertisement
advertisement