Arjun Tendulkar: আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড গড়লেন সচিন-অর্জুন তেন্ডুলকর জুটি, যা নেই কারও

Last Updated:
Arjun Tendulkar: আইপিএলে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের পুত্রকে প্রথম একাদশে রেখে দল ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। ২ ওভার বল করেন তিনি।
1/6
এক সময় সচিন তেন্ডুলকর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। অধিনায়কত্বও করেছেন ফ্র্যাঞ্চাইজির। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলেছেন মাস্টার-ব্লাস্টার।
এক সময় সচিন তেন্ডুলকর খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। অধিনায়কত্বও করেছেন ফ্র্যাঞ্চাইজির। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলেছেন মাস্টার-ব্লাস্টার।
advertisement
2/6
এবার মাঝে ১০ বছরের ব্যবধান। ফের একবার ওয়াংখেড়ে স্টেডিয়াম শুনল তেন্ডুলকর ধোনি। তবে জুনিয়র তেন্ডুলকর। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মুম্বইয়ের হয়ে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের।
এবার মাঝে ১০ বছরের ব্যবধান। ফের একবার ওয়াংখেড়ে স্টেডিয়াম শুনল তেন্ডুলকর ধোনি। তবে জুনিয়র তেন্ডুলকর। কেকেআরের বিরুদ্ধে আইপিএলে মুম্বইয়ের হয়ে অভিষেক হল অর্জুন তেন্ডুলকরের।
advertisement
3/6
আইপিএলের প্রথম ম্যাচে একটু চাপে দেখিয়েছে অর্জুনকে। তা হওয়াটাই স্বাভাবিক। মুম্বইয়ের হয়ে মাঠের নামার আগে অর্জুনকে বিশেষ উপদেশ দিতে দেখা যায় বাবা সচিনকে। প্রথন ম্যাচে ২ ওভার বল করে ১৭ রান দেন অর্জুন। প্রথম ওভারটা ভালো বোলিং করেন।
আইপিএলের প্রথম ম্যাচে একটু চাপে দেখিয়েছে অর্জুনকে। তা হওয়াটাই স্বাভাবিক। মুম্বইয়ের হয়ে মাঠের নামার আগে অর্জুনকে বিশেষ উপদেশ দিতে দেখা যায় বাবা সচিনকে। প্রথন ম্যাচে ২ ওভার বল করে ১৭ রান দেন অর্জুন। প্রথম ওভারটা ভালো বোলিং করেন।
advertisement
4/6
ছেলের অভিষেক ও প্রথম ম্যাচ দেখলেন সচিন তেন্ডুলকর। কিন্তু মাঠে না নেমেও অর্জুনের সঙ্গে জুটি বেধে আইপিএলে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন সচিন-অর্জুন তেন্ডুলকর। এমন রেকর্ড গড়লেন যা এর আগে নেই আইপিএলের ইতিহাসে।
ছেলের অভিষেক ও প্রথম ম্যাচ দেখলেন সচিন তেন্ডুলকর। কিন্তু মাঠে না নেমেও অর্জুনের সঙ্গে জুটি বেধে আইপিএলে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন সচিন-অর্জুন তেন্ডুলকর। এমন রেকর্ড গড়লেন যা এর আগে নেই আইপিএলের ইতিহাসে।
advertisement
5/6
দুই ভাই একসঙ্গে আইপিএল খেলার ইতিহাস অনেক রয়েছে। আগে খেলেথেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জানসেন ও ডুয়ান জেনসেন।
দুই ভাই একসঙ্গে আইপিএল খেলার ইতিহাস অনেক রয়েছে। আগে খেলেথেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান। এখন খেলছেন হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জানসেন ও ডুয়ান জেনসেন।
advertisement
6/6
কিন্তু আইপিএলের ইতিহাসে বাবা-ছেলের জুটি এই প্রথম। এর আগে বাবা আইপিএল খেলছে ও তার ছেলেও আইপিএল খেলেছে এমন নজির এই প্রথম। আইপিএল ডেবিউ আবার একই দলের হয়ে। ফলে উইকেট না পেলেও স্মরণীয় হয়ে থাকল অর্জুন তেন্ডুলকরের আইপিএল ডেবিউ।
কিন্তু আইপিএলের ইতিহাসে বাবা-ছেলের জুটি এই প্রথম। এর আগে বাবা আইপিএল খেলছে ও তার ছেলেও আইপিএল খেলেছে এমন নজির এই প্রথম। আইপিএল ডেবিউ আবার একই দলের হয়ে। ফলে উইকেট না পেলেও স্মরণীয় হয়ে থাকল অর্জুন তেন্ডুলকরের আইপিএল ডেবিউ।
advertisement
advertisement
advertisement