KKR vs GT: এবার দল থেকে রাসেল-নারিন দুজনই বাদ? মুখ খুললেন কেকেআর কোচ

Last Updated:
KKR vs GT: বর্তমানে সেরা ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। বিগত কিছু মরসুম ধরে পারফরম্যান্স গ্রাফ পড়ছিল ঠিকই কিন্তু এবার একেবারেই ফর্মে নেই রাসেল-নারিন জুটি। এবার তাদের নিয়েখুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
1/6
একসময় কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা অস্ত্র ছিলেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। নাইটদের বহু যুদ্ধ জয়ের সাক্ষী এই দুই তারকা।
একসময় কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা অস্ত্র ছিলেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। নাইটদের বহু যুদ্ধ জয়ের সাক্ষী এই দুই তারকা।
advertisement
2/6
একদিকে সুনীল নারিনের মিস্ট্রি স্পিন বোলিং যা বুঝতে ব্যাটারদের কালঘাম ছুটে যেত। অপরদিকে রাসেলের মাসেল পাওয়ার। ব্যাট হাতে রীতিমত তাণ্ব করতেন দ্রে রাস।
একদিকে সুনীল নারিনের মিস্ট্রি স্পিন বোলিং যা বুঝতে ব্যাটারদের কালঘাম ছুটে যেত। অপরদিকে রাসেলের মাসেল পাওয়ার। ব্যাট হাতে রীতিমত তাণ্ব করতেন দ্রে রাস।
advertisement
3/6
কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। বিগত কিছু মরসুম ধরে পারফরম্যান্স গ্রাফ পড়ছিল ঠিকই কিন্তু এবার একেবারেই ফর্মে নেই রাসেল-নারিন জুটি।
কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। বিগত কিছু মরসুম ধরে পারফরম্যান্স গ্রাফ পড়ছিল ঠিকই কিন্তু এবার একেবারেই ফর্মে নেই রাসেল-নারিন জুটি।
advertisement
4/6
লাগাতার অফ ফর্মের কারণে একদা ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে কেকেআর ফ্যানেরা। ২ জনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই। এই বিষয়ে এবার মুখ খুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
লাগাতার অফ ফর্মের কারণে একদা ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে কেকেআর ফ্যানেরা। ২ জনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই। এই বিষয়ে এবার মুখ খুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
advertisement
5/6
কেকেআরের কোচ এখনই আস্থা হারাচ্ছেন না দলের দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। তাদের নিয়ে হাল ছাড়তেও নারাজ কেকেআর কোচ। খুব দ্রুত ২ জনই ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী কেকআর কোচ।
কেকেআরের কোচ এখনই আস্থা হারাচ্ছেন না দলের দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। তাদের নিয়ে হাল ছাড়তেও নারাজ কেকেআর কোচ। খুব দ্রুত ২ জনই ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী কেকআর কোচ।
advertisement
6/6
চন্দ্রকান্ত পণ্ডিত বলেন,'এখনই নারিন ও রাসেলের ফর্ম নিয়ে ভাবছি না আমি। ওদের অভিজ্ঞতা অনেক। এই মুহূর্ত সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই ২ জনকে ছাড়া কেকেআর অসম্পূর্ণ।'
চন্দ্রকান্ত পণ্ডিত বলেন,'এখনই নারিন ও রাসেলের ফর্ম নিয়ে ভাবছি না আমি। ওদের অভিজ্ঞতা অনেক। এই মুহূর্ত সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই ২ জনকে ছাড়া কেকেআর অসম্পূর্ণ।'
advertisement
advertisement
advertisement