Rinku Singh: ৫ ছক্কা মেরে ৬টি রেকর্ড গড়লেন রিঙ্কু সিং, আইপিএলে যা নেই ধোনি-কোহলি-রোহিতদের

Last Updated:
Rinku Singh: ২০২৩ আইপিএল মহাতারকার তকমা এনে দিল রিঙ্কু সিংকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু তা তাঁকে চিরস্মরণীয় করে রাখল আইপিএলের ইতিহাসে।
1/6
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এমন কখনও ঘটেনি যে শেষ ওভারের ৫ বলে ৫ ছক্কা মারা হয়েছে। রবিবার গুজরাট টাইটান্সের যশ দয়ালের বলে সেটা করে দেখালেন কেকেআরের রিঙ্কু সিং।
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে এমন কখনও ঘটেনি যে শেষ ওভারের ৫ বলে ৫ ছক্কা মারা হয়েছে। রবিবার গুজরাট টাইটান্সের যশ দয়ালের বলে সেটা করে দেখালেন কেকেআরের রিঙ্কু সিং।
advertisement
2/6
সকলেই শুধু জানেন শেষ পাঁচ বলে ৫টি ছয় মেরে কেকেআরকে জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং। কিন্তু অনেকেই জানেন না শেষ ৭ বল ৪০ রান করেছেন রিঙ্কু। যার মধ্যে ৬টি ছয় ও একটি চার। যা আইপিএলে কোনও ব্যাটারের নেই।
সকলেই শুধু জানেন শেষ পাঁচ বলে ৫টি ছয় মেরে কেকেআরকে জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং। কিন্তু অনেকেই জানেন না শেষ ৭ বল ৪০ রান করেছেন রিঙ্কু। যার মধ্যে ৬টি ছয় ও একটি চার। যা আইপিএলে কোনও ব্যাটারের নেই।
advertisement
3/6
আইপিএলের ইতিহাসে কখনও কোনও দল রান তাড়া করতে গিয়ে ২৯ রান করেনি। কিন্তু রিঙ্কু সিং ও উমেশ যাদবের জুটি সেটা করেছে। যশ দয়ালের শেষ ওভারে কেকেআর-এর প্রয়োজন ২৯ রান। উমেশ প্রথম বলেই রিঙ্কুকে সিঙ্গেল দিয়েছিল এবং তারপরের গল্পটা আপনারা সকলেই জানেন।
আইপিএলের ইতিহাসে কখনও কোনও দল রান তাড়া করতে গিয়ে ২৯ রান করেনি। কিন্তু রিঙ্কু সিং ও উমেশ যাদবের জুটি সেটা করেছে। যশ দয়ালের শেষ ওভারে কেকেআর-এর প্রয়োজন ২৯ রান। উমেশ প্রথম বলেই রিঙ্কুকে সিঙ্গেল দিয়েছিল এবং তারপরের গল্পটা আপনারা সকলেই জানেন।
advertisement
4/6
এর আগে আইপিএলে টানা পাঁচটি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা, মার্কাস স্টয়নিসের। এবার সেই তালিকাতেও নিজের নাম লেখালেন রিঙ্কু সিং।
এর আগে আইপিএলে টানা পাঁচটি ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইল, রাহুল তেওয়াটিয়া, রবীন্দ্র জাদেজা, মার্কাস স্টয়নিসের। এবার সেই তালিকাতেও নিজের নাম লেখালেন রিঙ্কু সিং।
advertisement
5/6
কেকেআর দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৫টি ছক্কা মেরেছেন রিঙ্কু। আন্দ্রে রাসেল এবং ইউসুফ পাঠানের মতো ব্যাটসম্যানরা এই দলের হয়ে অনেক দ্রুত ইনিংস খেলেছেন, কিন্তু কেউই তা করতে পারেননি।
কেকেআর দলের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৫টি ছক্কা মেরেছেন রিঙ্কু। আন্দ্রে রাসেল এবং ইউসুফ পাঠানের মতো ব্যাটসম্যানরা এই দলের হয়ে অনেক দ্রুত ইনিংস খেলেছেন, কিন্তু কেউই তা করতে পারেননি।
advertisement
6/6
এর আগে আইপিএলে শেষ ওভারে সর্বোচ্চ রান ছিল এমএস ধোনির। ২০১৯ আইপিএলে আরসিবির বিরুদ্ধে ২৪ রান করেছিলেন মাহি। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন রিঙ্কু সিং।
এর আগে আইপিএলে শেষ ওভারে সর্বোচ্চ রান ছিল এমএস ধোনির। ২০১৯ আইপিএলে আরসিবির বিরুদ্ধে ২৪ রান করেছিলেন মাহি। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন রিঙ্কু সিং।
advertisement
advertisement
advertisement