বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একমাত্র মেয়ে ভামিকার একঝলক দেখার জন্য উদগ্রীব সকলে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মেয়ের কোনও ছবি প্রকাশ্যে আনেননি বিরুষ্কা।
2/ 6
বিরাট ও অনুষ্কা মেয়েকে আড়াল করে রাখলে কী হবে, ভামিকার কিন্তু ইতিমধ্যেই ফ্যান-ফলোয়ার্স তৈরি হয়ে গিয়েছে। যার জ্বলজ্যান্ত প্রমাণ মিলল সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম সিএসকে ম্যাচে।
3/ 6
শুধুই কী ফ্যান? তা নয় মনে হয়। বিরাট কোহলিকে মেয়ে ভামিকাকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন এক ক্ষুদে বালক। বয়সে সে ভামিকার থেকে সামান্য বড়ই হবে।
4/ 6
২ বছর ৩ মাস বয়সেই ডেটিং করার অফার। ভাবা যায়! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে বলেই সম্ভব। নেটিজেনরা তো মজা করে বলতে শুরু করেছেন এখন থেকেই 'জামাই' খুঁজছেন বিরুষ্কা।
5/ 6
আসলে সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্যালারিতে পোস্টার হাতে দেখা গিয়েছে খুদে ক্রিকেট ভক্তকে। সেখানে লেখা ‘‘হাই বিরাট কাকু, আমি কি ভামিকাকে এক দিন ডেটে নিয়ে যেতে পারি?’’
6/ 6
এই ছবি নেট মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ক্ষুদের এমন কীর্তি দেখে অনেকে মজা পেয়েছেন। তবে ওই ক্ষুদের এমন পাকামো দেখে সমালোচনাও করেছেন অনেকেই।
ভামিকার প্রেমিক! কোহলি-অনুষ্কার মেয়েকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব, কে হতে চায় বিরুষ্কার 'জামাই'
বিরাট ও অনুষ্কা মেয়েকে আড়াল করে রাখলে কী হবে, ভামিকার কিন্তু ইতিমধ্যেই ফ্যান-ফলোয়ার্স তৈরি হয়ে গিয়েছে। যার জ্বলজ্যান্ত প্রমাণ মিলল সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম সিএসকে ম্যাচে।
ভামিকার প্রেমিক! কোহলি-অনুষ্কার মেয়েকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব, কে হতে চায় বিরুষ্কার 'জামাই'
শুধুই কী ফ্যান? তা নয় মনে হয়। বিরাট কোহলিকে মেয়ে ভামিকাকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে ফেললেন এক ক্ষুদে বালক। বয়সে সে ভামিকার থেকে সামান্য বড়ই হবে।
ভামিকার প্রেমিক! কোহলি-অনুষ্কার মেয়েকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব, কে হতে চায় বিরুষ্কার 'জামাই'
২ বছর ৩ মাস বয়সেই ডেটিং করার অফার। ভাবা যায়! বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে বলেই সম্ভব। নেটিজেনরা তো মজা করে বলতে শুরু করেছেন এখন থেকেই 'জামাই' খুঁজছেন বিরুষ্কা।
ভামিকার প্রেমিক! কোহলি-অনুষ্কার মেয়েকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব, কে হতে চায় বিরুষ্কার 'জামাই'
আসলে সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্যালারিতে পোস্টার হাতে দেখা গিয়েছে খুদে ক্রিকেট ভক্তকে। সেখানে লেখা ‘‘হাই বিরাট কাকু, আমি কি ভামিকাকে এক দিন ডেটে নিয়ে যেতে পারি?’’