কলকাতায় আইপিএল খেলতে এসে সেই স্মৃতি খুব একটা সুখের হয়নি বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের। কিন্তু জামাইষষ্ঠীটা স্মরণীয় করে রাখলেন তিনি।
2/ 6
বিশেষ দিনের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
3/ 6
ভাইরাল হওয়ার মতই হয়েছে লিটনের জামাইষষ্ঠী। এমন শ্বশুরবাড়ি ভাগ্য করে মেলে। ২৯ পদে জামাই আপ্পায়ন করলেন লিটন দাসের শ্বশুরবাড়ি।
4/ 6
লিটন দাস যে ছবি শেয়ার করেছে তাতে তার পাতে কি খাবার নেই সেটাই বলা মুশকিল সব রকমের খাওয়ার জামাইকে সাজিয়ে দিয়েছেন লিটনের শাশ্বড়ি।
5/ 6
জামাইষষ্ঠীতে লিটনের পরনে নীল পাঞ্জাবি সঙ্গে জিনস। কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও লিটনের জামাইষষ্ঠী পালনের ছবি শেয়ার করা হয়েছে।
6/ 6
জামাইষষ্ঠীর খাওয়ারের ছবি শেয়ার করার পাশাপাশি লিটন পোস্ট করেছেন এই কদিনে স্ত্রীর সঙ্গে নানা জায়গায় বেড়ানোর ছবি। তবে লিটনের জামাইষষ্ঠী সুপার হিট সেটা মানতেই হবে।
Jamai Sasthi 2023: এমন শ্বশুর বাড়ি ভাগ্যবানদের হয়! ২৯ পদে জামাই আপ্পায়ন খেলেন কেকেআরের লিটন দাস
জামাইষষ্ঠীর খাওয়ারের ছবি শেয়ার করার পাশাপাশি লিটন পোস্ট করেছেন এই কদিনে স্ত্রীর সঙ্গে নানা জায়গায় বেড়ানোর ছবি। তবে লিটনের জামাইষষ্ঠী সুপার হিট সেটা মানতেই হবে।