David Warner In Delhi Capitals: জলের দরে ডেভিড ওয়ার্নারকে কিনল দিল্লি, দর হাঁকিয়েও পারল না চেন্নাই

Last Updated:
David Warner In Delhi Capitals: ডেভিড ওয়ার্নার এবার দিল্লিতে। কত টাকা পেলেন তিনি, জানেন!
1/5
ছোট ফরম্যাটের ক্রিকেটে তাঁর মতো ওপেনার মানেই দলের বাড়তি শক্তি। ডেভিড ওয়ার্নার আইপিএলের কত ম্যাচে যে একাই একশো হয়েছেন! তবুও সানরাইজার্স হায়দরাবাদে যেন প্রাপ্য সম্মান পাননি ডেভিড ওয়ার্নার।
ছোট ফরম্যাটের ক্রিকেটে তাঁর মতো ওপেনার মানেই দলের বাড়তি শক্তি। ডেভিড ওয়ার্নার আইপিএলের কত ম্যাচে যে একাই একশো হয়েছেন! তবুও সানরাইজার্স হায়দরাবাদে যেন প্রাপ্য সম্মান পাননি ডেভিড ওয়ার্নার।
advertisement
2/5
ডেভিড ওয়ার্নারের মতো মারকুটে ওপেনারকে কোনও দল রিটেইন করবে না, এটা ক্রিকেটভক্তদের কাছে অবিশ্বাস্য লেগেছিল। তবে শেষমেশ অন্য দলের হয়ে এবার খেলবেন অজি ওপেনার।
ডেভিড ওয়ার্নারের মতো মারকুটে ওপেনারকে কোনও দল রিটেইন করবে না, এটা ক্রিকেটভক্তদের কাছে অবিশ্বাস্য লেগেছিল। তবে শেষমেশ অন্য দলের হয়ে এবার খেলবেন অজি ওপেনার।
advertisement
3/5
২ কোটি টাকা বেস প্রাইজ ছিল ডেভিড ওয়ার্নারের। শেষমেশ তাঁকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। তাও আবার জলের দলে। যেখানে শ্রেয়র আইয়ারের দাম উঠল ১২ কোটি ২৫ লাখ টাকা, সেখানে ডেভিড ওয়ার্নারের জন্য দিল্লিকে খরচ করতে হল তার ঠিক অর্ধেক।
২ কোটি টাকা বেস প্রাইজ ছিল ডেভিড ওয়ার্নারের। শেষমেশ তাঁকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। তাও আবার জলের দলে। যেখানে শ্রেয়র আইয়ারের দাম উঠল ১২ কোটি ২৫ লাখ টাকা, সেখানে ডেভিড ওয়ার্নারের জন্য দিল্লিকে খরচ করতে হল তার ঠিক অর্ধেক।
advertisement
4/5
ডেভিড ওয়ার্নারের জন্য শুরুতেই দর হাঁকিয়েছিল দিল্লি। লড়াইয়ে যোগ দেয় চেন্নাই। কিন্তু শেষমেশ ৬.২৫ কোটি টাকায় ওয়ার্নারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
ডেভিড ওয়ার্নারের জন্য শুরুতেই দর হাঁকিয়েছিল দিল্লি। লড়াইয়ে যোগ দেয় চেন্নাই। কিন্তু শেষমেশ ৬.২৫ কোটি টাকায় ওয়ার্নারকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
advertisement
5/5
সম্ভবত ২৭ মার্চ থেকে আইপিএল ২০২২ শুরু হবে। এদিকে, ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সফরে থাকবেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথরা। ফলে শুরুর দিকে ওয়ার্নারকে হয়তো পাবে না দিল্লি।
সম্ভবত ২৭ মার্চ থেকে আইপিএল ২০২২ শুরু হবে। এদিকে, ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সফরে থাকবেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথরা। ফলে শুরুর দিকে ওয়ার্নারকে হয়তো পাবে না দিল্লি।
advertisement
advertisement
advertisement