লখনউ এবং আহমেদাবাদ প্রথমবার টি-টোয়েন্টি লিগে খেলবে। অর্থাৎ মোট ৫টি দলের অধিনায়ক এখনও কে হবেন বলা মুশকিল। সিএসকে, কেকেআর, মুম্বাই ও দিল্লি সর্বোচ্চ ৪ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। রাজস্থান, হায়দরাবাদ ও আরসিবি ৩ জন করে এবং পঞ্জাব কিংস ২ জন ক্রিকেটারকে রেখেছে।(PTI)