Gujarat CM Felicitates Hardik Pandya: আইপিএল জেতা যেন বিশ্বকাপ জয়ের মতো! দেখুন, কত বড় পুরস্কার পেলেন পান্ডিয়া!

Last Updated:
Gujarat CM Felicitates Hardik Pandya: আইপিএল ট্রফি জয় তা হলে সত্যি জীবন বদলে দিতে পারে!
1/6
আইপিএল ২০২২ খেতাব জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এই জয় তো প্রায় বিশ্বকাপ জেতার মতোই হয়ে দাঁড়িয়েছে।
আইপিএল ২০২২ খেতাব জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এই জয় তো প্রায় বিশ্বকাপ জেতার মতোই হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/6
একটা জ হার্দিক পান্ডিয়াকে গুজরাটের রাজা করে দিয়েছে প্রায়। গুজরাটের মানুষের অফূরান ভালবাসা পাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।
একটা জ হার্দিক পান্ডিয়াকে গুজরাটের রাজা করে দিয়েছে প্রায়। গুজরাটের মানুষের অফূরান ভালবাসা পাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার।
advertisement
3/6
কিছু বছর আগে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয়ের পরও শহর কলকাতা এমন উন্মাদনায় ভেসেছিল। এবার গুজরাট পান্ডিয়াদের ভালবাসায় ভরিয়ে দিল।
কিছু বছর আগে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয়ের পরও শহর কলকাতা এমন উন্মাদনায় ভেসেছিল। এবার গুজরাট পান্ডিয়াদের ভালবাসায় ভরিয়ে দিল।
advertisement
4/6
হুড খোলা বাসে ঘোরানো, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের সংবর্ধনা, কিছুই বাদ গেল না পান্ডিয়াদের জন্য। একেবারেস রাজকীয় সংবর্ধনা যাকে বলে।
হুড খোলা বাসে ঘোরানো, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের সংবর্ধনা, কিছুই বাদ গেল না পান্ডিয়াদের জন্য। একেবারেস রাজকীয় সংবর্ধনা যাকে বলে।
advertisement
5/6
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর  হাত থেকে সংবর্ধনা, এত সম্মান! পান্ডিয়ারা যেন আরও উঁচু কোনও আকাশের তারা হলেন।
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা, এত সম্মান! পান্ডিয়ারা যেন আরও উঁচু কোনও আকাশের তারা হলেন।
advertisement
6/6
পান্ডিয়াদের এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় করল সাধারণ মানুষ। জয়ধ্বনি উঠল তাঁদের নামে। একখানা আইপিএল জয় তা হলে সত্যিই জীবন বদলে দিতে পারে!
পান্ডিয়াদের এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় করল সাধারণ মানুষ। জয়ধ্বনি উঠল তাঁদের নামে। একখানা আইপিএল জয় তা হলে সত্যিই জীবন বদলে দিতে পারে!
advertisement
advertisement
advertisement