নিলামে চমক ১৫.৫ কোটির কামিন্স, KKR দলে বাকিরা কারা ? দেখে নিন তালিকা
নিলামের মাঝেই কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামের টুইট, ‘‘দু’জন ভদ্রলোক ফিরে এল কেকেআরে। একজন ইয়ন মর্গ্যান। যে মিডল অর্ডারে দুর্দান্ত খেলে। সঙ্গে ভাল নেতৃত্বও দেয়। আর একজন আগুনে পেসার প্যাট কামিন্স।’’


আইপিএলের নিলামে প্রতি বছরই কোনও না কোনও চমক থাকে ৷ এ বছরও তার অন্যথা হয়নি ৷ তবে এবার নিজেদের শহরে চমকটা দিল কলকাতা নাইট রাইডার্স ৷ রেকর্ড দামে অজি পেসার প্যাট কামিন্সকে তুলে নিল শাহরুখ খানের দল ৷ নিলামে কামিন্সকে নিতে নাইটরা যে ঝাঁপাবেন, তার একটা আভাস আগের থেকেই ছিল ৷ কিন্তু তাই বলে একজন পেসারের পিছনে ১৫.৫ কোটি টাকা অর্থব্যয়, অবিশ্বাস্য ! নিলামের শুরুতেই এদিন চমক দেয় কেকেআর। ম্যাকালামরা তুলে নেন দেড় কোটি টাকা বেস প্রাইজে থাকা ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। তবে মর্গ্যানকে নিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই হয় কেকেআরের। শেষপর্যন্ত জয় হয় কিং খানের দলেরই ৷ মর্গ্যান এবং কামিন্স দু’জনেই কেকেআরে আগে খেলে গিয়েছেন ৷ দলের দুই পুরনো সদস্যকে আগামী আইপিএলে ফের দেখা যাবে কলকাতার হয়ে খেলতে ৷ তবে অধিনায়ক থাকছেন সেই দীনেশ কার্তিকই ৷ এক নজরে দেখে নিন ২০২০ আইপিএলের জন্য কেকেআর স্কোয়াড ৷