দিল্লি ক্যাপিটালসের চাকা ঘোরানোর নেপথ্যে তারুণ্যের তেজ আর সৌরভের ক্রিকেট মস্তিষ্ককেই কৃতীত্ব দিচ্ছেন প্রাক্তনরা।ঋষভ-পৃথ্বীদের ব্যাটিং দর্শন বদলে দিয়েছেন সৌরভই। আর বিশ্বকাপের আগে মহারাজের টিপসে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন খোদ শিখর। তবে ঋষভদের এই উত্থানে ঝকঝকে ভবিষ্যত দেখছে ক্রিকেটমহল। Photo Courtesy: IPL/BCCI
কোচ হিসেবে এবার ক্যাপিটালসে ছিলেন পন্টিং। আর সৌরভ ছিলেন ব্যাটিং উপদেষ্টার ভূমিকায়। ভবিষ্যতে আরও দীর্ঘসময় দিল্লির সঙ্গেই কাজ করতে চান সৌরভ। তবে স্বয়ং মহারাজ কোচ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন পন্টিংকেই। তাই ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হিসেবেও এখন থেকেই ভাসিয়ে রেখেছেন পন্টিংয়ের নাম। Photo Courtesy: IPL/BCCI