IPL 2019: ঋষভদের সাফল্যে দাদার কীর্তি, আইপিএলে সেরা ফল দিল্লির

Last Updated:
1/5
আইপিএলে জিরো থেকে হিরো। দিল্লির সাফল্যে দাদার কীর্তিকেই কৃতিত্ব দিচ্ছে ক্রিকেটমহল। Photo Courtesy: IPL/BCCI
আইপিএলে জিরো থেকে হিরো। দিল্লির সাফল্যে দাদার কীর্তিকেই কৃতিত্ব দিচ্ছে ক্রিকেটমহল। Photo Courtesy: IPL/BCCI
advertisement
2/5
প্রথমবার ৩-নম্বরে টুর্নামেন্ট শেষ করল ক্যাপিটালস। ঋষভ-পৃথ্বীর বদলে যাওয়া ক্রিকেট দর্শনের কারিগর উঠে আসছে কোচ এবং মেন্টর সৌরভের অবদান। মহারাজের টিপসের প্রশংসায় শিখরও।   Photo Courtesy: IPL/BCCI
প্রথমবার ৩-নম্বরে টুর্নামেন্ট শেষ করল ক্যাপিটালস। ঋষভ-পৃথ্বীর বদলে যাওয়া ক্রিকেট দর্শনের কারিগর উঠে আসছে কোচ এবং মেন্টর সৌরভের অবদান। মহারাজের টিপসের প্রশংসায় শিখরও। Photo Courtesy: IPL/BCCI
advertisement
3/5
আইপিএলের ১২ বছরের ইতিহাসে কখনও ফাইনাল খেলেনি দিল্লি। ফ্র্যাঞ্চাইজির নাম বদলের পর এবারই প্রথম দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত এগিয়েছে রাজধানীর দল। শেষ দৌড়ে ৩-নম্বরে থেমেছেন শ্রেয়সরা। Photo Courtesy: IPL/BCCI
আইপিএলের ১২ বছরের ইতিহাসে কখনও ফাইনাল খেলেনি দিল্লি। ফ্র্যাঞ্চাইজির নাম বদলের পর এবারই প্রথম দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত এগিয়েছে রাজধানীর দল। শেষ দৌড়ে ৩-নম্বরে থেমেছেন শ্রেয়সরা। Photo Courtesy: IPL/BCCI
advertisement
4/5
 দিল্লি ক্যাপিটালসের চাকা ঘোরানোর নেপথ্যে তারুণ্যের তেজ আর সৌরভের ক্রিকেট মস্তিষ্ককেই কৃতীত্ব দিচ্ছেন প্রাক্তনরা।  ঋষভ-পৃথ্বীদের ব্যাটিং দর্শন বদলে দিয়েছেন সৌরভই। আর বিশ্বকাপের আগে মহারাজের টিপসে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন খোদ শিখর। তবে ঋষভদের এই উত্থানে ঝকঝকে ভবিষ্যত দেখছে ক্রিকেটমহল।   Photo Courtesy: IPL/BCCI
দিল্লি ক্যাপিটালসের চাকা ঘোরানোর নেপথ্যে তারুণ্যের তেজ আর সৌরভের ক্রিকেট মস্তিষ্ককেই কৃতীত্ব দিচ্ছেন প্রাক্তনরা। ঋষভ-পৃথ্বীদের ব্যাটিং দর্শন বদলে দিয়েছেন সৌরভই। আর বিশ্বকাপের আগে মহারাজের টিপসে লাভবান হওয়ার কথা স্বীকার করেছেন খোদ শিখর। তবে ঋষভদের এই উত্থানে ঝকঝকে ভবিষ্যত দেখছে ক্রিকেটমহল। Photo Courtesy: IPL/BCCI
advertisement
5/5
কোচ হিসেবে এবার ক্যাপিটালসে ছিলেন পন্টিং। আর সৌরভ ছিলেন ব্যাটিং উপদেষ্টার ভূমিকায়। ভবিষ্যতে আরও দীর্ঘসময় দিল্লির সঙ্গেই কাজ করতে চান সৌরভ। তবে স্বয়ং মহারাজ কোচ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন পন্টিংকেই। তাই ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হিসেবেও এখন থেকেই ভাসিয়ে রেখেছেন পন্টিংয়ের নাম। Photo Courtesy: IPL/BCCI
কোচ হিসেবে এবার ক্যাপিটালসে ছিলেন পন্টিং। আর সৌরভ ছিলেন ব্যাটিং উপদেষ্টার ভূমিকায়। ভবিষ্যতে আরও দীর্ঘসময় দিল্লির সঙ্গেই কাজ করতে চান সৌরভ। তবে স্বয়ং মহারাজ কোচ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন পন্টিংকেই। তাই ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হিসেবেও এখন থেকেই ভাসিয়ে রেখেছেন পন্টিংয়ের নাম। Photo Courtesy: IPL/BCCI
advertisement
advertisement
advertisement